Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4677
১.আম, জলপাইসহ বিভিন্ন আচার সংরক্ষণে কী ব্যবহার করা হয়?
-ভিনেগার।
২.ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা রশ্মি বিকিরণের উৎস কী?
-আইসোটোপ।
৩.বাতাসের আদ্রতা বেড়ে গেলে শব্দের বেগ কী হয়?
-বেড়ে যায়।
৪.বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তাকে কি বলে?
-আয়োনোস্ফিয়ার।
৫.পানিতে নৌকার বৈঠা বাকা দেখা যাওয়ার কারণ কী?
-আলোর প্রতিসরণ।
৬.সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখার কারণ কী?
-লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
৭.হৎপিন্ডের গতি নির্নায়ক যন্ত্রের নাম কী?
-কার্ডিওগ্রাফ।
৮.মার্কনী বেতার যন্ত্র কত সালে আবিষ্কার করেন?
-১৮৯৬ সালে।
৯.কাজের একক কী?
-জুল।
১০.তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রন নির্গত হয় তার নাম কী?
-বিটা কণা।
১১.ইলেকট্রন কী?
-পদার্থের অতিক্ষুদ্র কণা।
১২.খাবার লবণের সংকেত কী?
-সোডিয়াম ক্লোরাইড।
১৩.মানুষের রক্তের পিএইচ কত?
-৭.৪।
১৪.ওজনস্তরের ক্ষয়ের জন্য দায়ী কী?
-ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস।
১৫.শব্দের চেয়ে দ্রুতগতিতে যে বিমান চলে তাকে কী বলে?
-সুপারসনিক বিমান।
১৬.বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কেন?
-বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে।
১৭.অপটিক্যাল ফাইবারে আলোর যে বিষয়টি ঘটে তা মূলত কী?
-আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন।
১৮.বাতাসের যে উপাদান মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে তার নাম কী?
-নাইট্রোজেন।
১৯.সংকর ধাতু কাসার উপাদান কী?
-তামা ও টিন।
২০.ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে গঠিত?
-প্রোটিন ও লিপিড দিয়ে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    285 Views
    by shahan
    0 Replies 
    1063 Views
    by sajib
    0 Replies 
    745 Views
    by kajol
    0 Replies 
    763 Views
    by tamim
    0 Replies 
    608 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]