Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4659
১.ব্যাসবাক্য কাকে বলে?
-সমস্ত পদ ভেঙে যে ব্যাকাংশ করা হয় তার নাম ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য।
২.উত্তম পুরুষ কাকে বলে?
-নিজেকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে উত্তম পুরুষ বলে।
৩.মধ্যম পুরুষ কাকে বলে?
-কারো সাথে কথা বলার সময় তাকে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে মধ্যম পুরুষ বলে।
৪.সমাপিকা ক্রিয়া কাকে বলে?
-যে ক্রিয়া বাক্যের অর্থ সমাপ্তি ঘটিয়ে থাকে তাকে সমাপিকা ক্রিয়া বলে।
৫.অসমাপিকা ক্রিয়া কাকে বলে?
-যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
৬.অকর্মক ক্রিয়া কাকে বলে?
-যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে।
৭.সমকর্মক ক্রিয়া কাকে বলে?
-যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে।
৮.বাংলা ভাষার সর্বপ্রথম মহাকাব্য কোনটি?
-মেঘনাবধ কাব্য।
৯.মধুসুদনের সনেট জাতীয় রচনা কোনটি?
-চতুর্দশপদী কবিতাবলী।
১০.বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি কাকে বলা হয়?
-ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
১১. উনিশ শতকের গীতি কবিতার জনক বলা হয় কাকে?
-বিহারীলাল চক্রবর্তীকে।
১২.কায়কোবাদের প্রকৃত নাম কী?
-মুহম্মদ কাজেম আল কুরায়শী।
১৩.ভানুসিংহ ঠাকুর কার নাম?
-রবীন্দ্রনাথ ঠাকুরের।
১৪.রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন?
-৭ মে ১৮৬১ সালে।
১৫.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
-৭ মে ১৮৬১ সালে।
১৬.রবীন্দ্রনাথ তার জাতীয় সংগীতটি কার গানের সুরের অনুসরনে লিখেছেন?
-গগণ হরকরার সুরের অনুসরণে।
১৭.রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গুরুদেব সম্মানে ভূষিত করেন?
-মহাত্মা গান্ধী।
১৮.রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির নামকরণ করে যেতে পারেননি?
-শেষ লেখা।
১৯.কোন বিখ্যাত কবি বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা?
-কাজী নজরুল ইসলাম।
২০.কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি?
-মুক্তি।
২১.নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কী?
-অগ্নিবীণা।
২২.রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
-১৯৪০ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    212 Views
    by shohag
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    198 Views
    by tasnima
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]