Page 1 of 1

বিশ্বের আন্তর্জাতিক খেলা সম্পর্কিত প্রশ্নোত্তর: পার্ট-১৪

Posted: Tue Dec 01, 2020 9:52 am
by fency
১.২১ তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-ফ্রান্স।
২.বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল লাভ করেন কে?
-লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)।
৩.বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর সর্বচ্চো গোলদাতা পুরস্কার ‘গোল্ডেন বুট’ লাভ করেন কে?
-হ্যারি কেন।
৪.২১ তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ উদীয়মান ফুটবলার নির্বাচিত হন কে?
-কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
৫.২০২০ সালে ১৬ তম ইউরো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কতটি দেশে?
-১৩টি।
৬.২০২০ সালের ১৬ তম ইউরো চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?
-লন্ডন।
৭.২০১৮ সালের ১৪ তম পুরুষ বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-বেলজিয়াম।
৮.ফুটবলে কর্নার থেকে সরাসরি বল জালে পাঠালে, তাকে বলা হয় –
-অলিম্পিক গোল।

ক্রিকেট
১.টেস্ট ক্রিকেটের সর্বকণিষ্ঠ অধিনায়ক কে?
-রশিদ খান (আফগানিস্তান)।
২.টেস্টে নামযুক্ত জার্সির প্রচলন হয় কবে?
-১ আগস্ট ২০১৯।
৩.দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরী করেছেন কে?
-মুশফিকুর রহিম ।
৪.২৩ তম ওয়ানডে ক্রিকেটে দল হিসেবে নেপালের অভিষেক হয় কবে?
-১ আগস্ট ২০১৮।
৫.১ আগস্ট ২০১৮ কোন দেশ প্রথম ১,০০০ টেস্টের মাইলফলক স্পর্শ করে?
-ইংল্যান্ড।
৬.আইসিসি এর সর্বশেষ মর্যাদা পাওয়া দেশ কোনটি?
-আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
৭.দ্বাদশ দেশ হিসেবে আফগানিস্তান এর টেস্ট অভিষেক ঘটে কবে?
-১১ মে ২০১৮ সালে।
৮.একাদশ দেশ হিসেবে আয়ারল্যান্ডের টেস্ট অভিষেক ঘটে কবে?
-১১ মে ২০১৮।
৯.বর্তমানে টি-২০ মর্যাদাপ্রাপ্ত দেশ কতটি?
-১০৫টি।
১০.বর্তমানে ওয়ানডে ক্রিকেটে দলের মর্যাদাপ্রাপ্ত দেশের সংখ্যা কতটি?
-২০টি।
১১.বর্তমানে ক্রিকেটের ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে?
-৯টি।
১২.ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম বোলার কে?
-তাইজুল ইসলাম।
১৩.বর্তমানে ওয়ানডে ক্রিকেট দলের মর্যাদাপ্রাপ্ত স্থায়ী দেশের সংখ্যা কতটি?
-১২টি।