Page 1 of 1

বাংলার মুঘল আমল সংক্রান্ত তথ্য: পার্ট-০৫

Posted: Tue Dec 01, 2020 8:47 am
by shahan
জাহাঙ্গীর
১.জাহাঙ্গীরের পিতার নাম কী?
-আকবর।
২.জাহাঙ্গীর কবে জন্মগ্রহণ করেন?
-৩১ আগস্ট ১৫৬৯ সালে।
৩.আকবর জাহাঙ্গীরের নাম কী রাখেন?
-সেলিম।
৪.সেলিম কখন নুরউদ্দিন মুহম্মদ জাহাঙ্গীর নাম ধারণ করেন?
-আকবরের মৃত্যুর পর।
৫.জাহাঙ্গীর কবে সিংহাসনে আরোহণ করেন?
-২৪ অক্টোবর ১৬০৫ সালে।
৬.নূরজাহানের পিতার নাম কী?
-মির্জা গিয়াস বেগ।
৭.নূর জাহান কে ছিলেন?
-সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী।
৮.কোন সম্রাট নিজের নামে মুদ্রা প্রচলন করেন?
-সম্রাট জাহাঙ্গীর।
৯.আগ্রার দুর্গ নির্মাণ করেন কে?
-সম্রাট জাহাঙ্গীর।
১০.নূর জাহান প্রথম বিয়ে করেন কার সাথে?
-আলীকুলী বেগ।
১১.জাহাঙ্গীর কবে নূর জাহানকে বিয়ে করেন?
-১৬১১ সালে।
১২.সম্রাগ্রী নূরজাহানের প্রকৃত নাম কী?
-মেহেরুন্নেছা।
১৩.নূরজাহান কবে মৃত্যুবরণ করেন?
-১৬৪৫ সালে।
১৪.বাদশাহ বেগম বা সাম্রাজ্যের প্রথম নারী সম্মানে অলঙ্কত হয়েছিলেন কে?
-নূরজাহান।
১৫.পর্তুগিজরা কোথায় বাণিজ্যকেন্দ্র স্থাপন করেন?
-সাতগাঁ।
১৬.জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন কবে?
-৭ নভেম্বর ১৬২৭ সালে।

ইংরেজদের সাথে জাহাঙ্গীরের সম্পর্ক
১.বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের জন্য ক্যাপ্টেন হকিন্স কবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন?
-১৬০৮ সালে।
২.দ্বিতীয়বার কে প্রথম জেমসের অনুরূপ পত্র নিয়ে জাহাঙ্গীরের কাছে আসেন?
-এডওয়ার্ড।
৩.তৃতীয়বার কে জেমসের রাষ্ট্রদূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন?
-স্যার টমাস রো।
৪.স্যার টমাস-এর প্রচেষ্টায় ইংরেজ বণিকরা কোথায় স্থায়ী কুঠি স্থাপন করে?
-সুরাট।