Get on Google Play

বিভিন্ন নিয়োগ পরীক্ষার পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং মানবন্টন ইত্যাদি
#632
আবেদন করার জন্য প্রথমেই আপনাকে Register Now বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মনে রাখবেন, রেজিস্ট্রেশন করা মানেই আবেদন করা না। আর বিএসসিতে একবার রেজিস্ট্রেশন করলে আজীবন আর রেজিস্ট্রেশন করার দরকার হয়না। যাহোক, নিম্নোক্তভাবে ফরম ফিল আপ করুন।

Name: এসএসসি সনদপত্র অনুযায়ী আপনার নাম লিখুন।

Sex: মেয়ে হলে Female, ছেলে হলে Male রেডিও বাটন ক্লিক করুন।

Nationality: বাংলাদেশী লিখুন।

Marital Status: আপনার জন্য যে অপশনটি প্রযোজ্য সেটি সিলেক্ট করুন।

Present Address: আপনি যে ঠিকানায় চিঠিপত্র পেতে চান সেটা উল্লেখ করুন। যদিও নিয়োগ প্রক্রিয়ায় এটার তেমন কোন প্রয়োজন পড়ে না। সবই অনলাইনে সম্পন্ন হয়। আমার পরামর্শ হলো স্থায়ী ও বর্তমান ঠিকানা একই দিবেন। এতে চূড়ান্তভাবে মনোনীত হলে অনেক ঝামেলা এড়াতে পারবেন।

Date of Birth: এসএসসি সনদপত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।

Father’s Name: এসএসসি সনদপত্র অনুযায়ী আপনার বাবার নাম লিখুন।

Mother’s Name: এসএসসি সনদপত্র অনুযায়ী মায়ের নাম লিখুন।

Permanent Address: আপনার স্থায়ী ঠিকানা লিখুন। বিবাহিত মেয়েরা অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করবেন।

District: স্থায়ী ঠিকানায় উল্লেখিত জেলার নাম উল্লেখ করুন।

Spouse’s Name: স্বামী/স্ত্রীর নাম লিখুন। না লিখলেও চলবে।

Mobile Number: মোবাইল নম্বর দিন। এতে পরবর্তীতে কোন সমস্যা হলে কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করতে পারবেন।

Email: ইমেইল লিখুন।

Photo: gif বা jpg বা png ফরমেটের ৬০০×৬০০ পিক্সেলের এক কপি ছবি আপলোড দিন। ছবির সাইজ যেন ৮০ কিলোবাইটের বেশি না হয়।

Signature: gif বা jpg বা png ফরমেটের ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড দিন। স্বাক্ষরের সাইজ যেন ৬০ কিলোবাইটের বেশি না হয়।

Educational Qualification: পরীক্ষার নাম সিলেক্ট করুন। কত বছর মেয়াদী অনার্স করেছেন তা উল্লেখ করুন। এসএসসি ও এইচএসসিতে গ্রুপ এবং অনার্স ও মাস্টার্সে পঠিত বিষয় উল্লেখ করুন। ডিভিশন সিস্টেমে পাস করলে যে ডিভিশনে পাস করেছেন তা উল্লেখ করুন। আর গ্রেডিং সিস্টেমে পাস করলে গ্রেড সিলেক্ট করলে পরের কলাম দুটি একটিভ হবে। তাতে যথাক্রমে গ্রেড পয়েন্ট ও টোটাল গ্রেড পয়েন্ট উল্লেখ করুন। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করুন। সার্টিফিকেট দেখে পাসের সাল লিখুন। সেশন জটের কারণে আপনি ২০১৫ এর পরীক্ষা ২০১৭ তে দিলেও আপনার পাসের বছর কিন্তু ২০১৫। যে তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে তা উল্লেখ করুন। অনেকের সার্টিফিকেটে রেজাল্ট প্রকাশের তারিখ লেখা থাকে না। তাঁরা মার্কসীট দেখে লিখতে পারেন অথবা বিশ্ববিদ্যালয় থেকে জেনে নিতে পারেন।

Choice List: পছন্দ অনুযায়ী চয়েজ দিন। এটা নিয়ে শীঘ্রই লেখা ইচ্ছা আছে।

Freedom Fighter Quota: মুক্তিযোদ্ধা কোটা থাকলে Yes চাপুন নাহলে No চাপুন।

Whether Tribal: উপজাতি কোটা থাকলে Yes চাপুন নাহলে No চাপুন।

Is Handicapped: প্রতিবন্ধী কোটা থাকলে Yes চাপুন নাহলে No চাপুন।

Live in Orphanages: এতিমখানায় থাকলে Yes চাপুন নাহলে No চাপুন।

Password: পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটি যেন কমপক্ষে ৬টি অঙ্কের হয়। অঙ্কের মাঝে কোন স্পেস দেওয়া যাবে না।

Retype Password: পূনরায় একই পাসওয়ার্ডটি দিন।

Enter What You See: ছবিতে যা দেখা যায় তাই চাপুন। বড় হাতের অথবা ছোট হাতের অক্ষরে লিখুন। বড়-ছোট মেশাবেন না।

Submit Application: সব সঠিক থাকলে এখানে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনি CV Identification Number ও Tracking Number পাবেন। এটা যথাযথভাবে সংরক্ষন করুন। এবার Apply Online বাটনে গিয়ে CV Identification Number ও পাসওয়ার্ড দিয়ে Submit Application বাটনে ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন সম্পর্কিত কিছু জানার থাকলে কমেন্টে লিখুন। চেষ্টা করবো সমাধান দিতে।

শুভকামনায়,
সৈকত তালুকদার
উর্ধতন কর্মকর্তা
বাংলাদেশ কৃষি ব্যাংক

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]