Page 1 of 1

বিসিএস পরীক্ষায় সহায়তার জন্য প্রাণিসম্পদ থেকে গুরুত্বপূণ প্রশ্নোত্তর: পার্ট-০১

Posted: Mon Nov 30, 2020 7:42 am
by tamim
১.বাংলাদেশের কোথায় কোথায় বন্য কুকুর দেখা যায়?
-সুন্দরবন এবং দেশের পূর্বাঞ্চলীয় পাহাড়িয়া বনভূমিতে।
২.বাংলাদেশের কোথায় অধিক পরিমাণে কুমির বাস করে?
-সুন্দরবনের পানিতে।
৩.পৃথিবীর কোন অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখিরা আসে?
-সূদুর সাইবেরিয়া থেকে।
৪.বাংলাদেশের বৃহত্তম পশু কোনটি?
-হাতি।
৫.খামার পর্যায়ে ছাগল পালনে ছাগলের কোন অঙ্গে নম্বর লাগাতে হয়?
-কানে।
৬.বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
-কক্সবাজার জেলার চকোরিয়াতে।
৭.বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
-বাগেরহাটে।
৮.কোন নদীতে কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায়?
-পদ্মা নদীতে।
৯.বাংলাদেশের কোন কোন জেলায় গোচারনের জন্য বাথান আছে?
-পাবনা ও সিরাজগঞ্জে।
১০.যমুনাপাড়ী ছাগলের অপর নাম কী?
-রাম ছাগল।
১১.বাংলাদেশে কত প্রকারের স্তন্যপায়ী পশু দেখা যায়?
-১০৫ প্রকারের।
১২.বাংলাদেশে কত প্রজাতির সরীসৃপ প্রাণী দেখা যায়?
-১২০ প্রজাতির।
১৩.বাংলাদেশে কত প্রজাতির পাখি দেখা যায়?
- ৫৬৭ প্রজাতির।
১৪.ব্ল্যাক বেঙ্গল কী?
-কালো জাতের ছাগল।
১৫.বাংলাদেশে কয়টি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে?
-১টি।
১৬.বাংলোদেশে কতটি ভেটেরিনারি কলেজ আছে?
-৩টি।
১৭.মুরগির সবচেয়ে মারাত্মক রোগ কোনটি?
-রানীক্ষেত।
১৮.মুরগীর ডিম ফুটে বাচ্চা বের হয় কতদিনে?
-২১ দিনে।
১৯.হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হয় কতদিনে?
-২৮দিনে।
২০.কবুতর ও কোয়েলের ডিম থেকে কতদিনে বাচ্চা বের হয়?
-১৮ দিনে।
২১.ফাওমি কোন দেশের মুরগী?
-মিশরীয়।
২২.গরু ও মহিষের গর্ভকাল কতদিন?
-২৮০ দিন।
২৩.পশুর ক্ষুরা রোগ কোন জীবাণু দ্বারা হয়?
-ভাইরাস।
২৪.প্রতি মিনিটে গরু-মহিষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার কত?
-১২-১৬।
২৫.কুকুর কামড়ানোর কতদিন পর জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা যায়?
-সাধারণত ৭-১০ দিন পর।