Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4572
১.বিশ্বকাপ ফুটবল খেলা কবে শুরু হয়?
-১৯৩০ সালে।
২.বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
-৪ বছর।
৩.বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি?
-১৯৪২ ও ১৯৪৬ সালে।
৪.বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
-মিশর।
৫.বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়?
-ফ্রান্স-মেক্সিকো।
৬.প্রথম এশীয় দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে কোন দেশ?
-ডাচ ইস্ট ইন্ডিজ।
৭.বিশ্বকাপ ফুটবলের জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় কখন?
-১৯৩৮ সালে।
৮.বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার অংশগ্রহণকারী দেশ কোনটি?
-ব্রাজিল, ২১ বার।
৯.বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার বিজয়ী দেশ কোনটি?
-ব্রাজিল।
১০.টোটাল ফুটবলের জনক কে?
-নেদারল্যান্ডসের রাইনাস মিশেলেসকে।
১১.বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ন দলের কোচ কে?
-ভিট্টরিও পুঁজো।
১২.বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কতজন?
-৩জন।
১৩.বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ১৩ বার সেমিফাইনাল ও ৮ বার ফাইনাল খেলা একমাত্র দল কোনটি?
-জার্মানি।
১৪.কোন দেশ সর্বাধিক ১৬ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেও শিরোপা পাইনি?
-মেক্সিকো।
১৫.বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী কে?
-লোথার ম্যাথিউস (জার্মানি)।
১৬.বিশ্বকাপ ফুটবলে সর্বকণিষ্ঠ খেলোয়াড় কে?
-নরম্যান হোয়াইটসাইট (উত্তর আয়ারল্যান্ড)।
১৭.বিশ্বকাপ ফুটবলে সর্বকণিষ্ঠ অধিনায়ক কে?
-টনি নিয়োলা (যুক্তরাষ্ট্র)।
১৮.বিশ্বকাপ ফুটবলে বয়োজেষ্ঠ্য খেলোয়াড় কে?
-এসাম আল হাদারি (মিশর)।

বিশ্বকাপে হ্যাটট্রিক
১.বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিককারী কে?
-বার্ট পাতেনাউদে।
২.বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাটট্রিককারী কে?
-ইংল্যান্ডের জিওফ হার্স্ট।
৩.বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিককারী কে?
-ক্রিস্টিয়ানো রোনালদো।

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]