Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4506
আলাউদ্দিন ফিরোজ শাহ
১.নুসরত শাহের মৃত্যুর পর বাংলার সুলতান হন কে?
-তার পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ।
২.আলাউদ্দিন ফিরোজ শাহের উৎসাহে কোন কবি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন?
-শ্রীধর।

গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
১.গিয়াসউদ্দিন মাহমুদ শাহ কে ছিলেন?
-নাসিরউদ্দিন নুসরত শাহের ছোট ভাই।
২.শেরশাহ কত সালে গৌড় দখল করেন?
-১৫৩৮ সালে।
৩.কার মৃত্যুর মধ্য দিয়ে ২০০ বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে?
-গিয়াসউদ্দিন মাহমুদ শাহ-এর।
৪.তিনি কাকে হত্যা করে ক্ষমতায় বসেন?
-ভাইয়ের ছেলে আলাউদ্দিন ফিরোজ শাহকে।
৫.কোন আফগান নেতার সাথে তার সংঘর্ষ বাঁধে?
-শেরশাহ শূর।

বাংলায় আফগান শাসন
১.কোন সময়কাল পর্যন্ত বাংলা আফগান শাসনাধীনে ছিল?
-১৫৩৯-৭৬ সাল পর্যন্ত।
২.কররানী কাদের শাখা ছিল?
-পাঠান।
৩.আফগানিস্তানে কররানীরা কি নামে পরিচিত ছিল?
-করলানীস।
৪.কররানী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
-তাজ কররানী।
৫.কে বাংলার সুলতান তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুর শাহকে পরাজিত ও হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন?
-তাজ কররানী, ১৫৬৪ সালে।
৬.কোন সুলতানের আমলে সম্রাট আকবর বাংলা জয় করেন?
-দাউদ খান কররানী।
৭.শের শাহ কার আদেশ অনুযায়ী সাসারামের জায়গীর লাভ করেন?
-দিল্লির সুলতান ইব্রাহীম লোদির।
৮.চৌসার যুদ্ধ কত সালে হয়?
-১৫৩৯ সালে।
৯.শের মাহের পর কে দিল্লির সম্রাট হন?
-তার পুত্র ইসলাম শাহ।
১০.কটকের সন্ধি কার কার মধ্যে হয়েছিল?
-দাউদ খান কররানী ও মুনিম খানের মধ্যে।
১১.কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে?
-শের শাহ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1375 Views
    by sajib
    0 Replies 
    962 Views
    by kajol
    0 Replies 
    1009 Views
    by tamim
    0 Replies 
    826 Views
    by raja
    0 Replies 
    726 Views
    by mousumi

    ধর্মপুর এডুকেশনাল এস্টেট (প্রভাতী-দিবা ও কারিগরি শ[…]

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মো[…]

    বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও […]

    শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয় (EIIN: 106575), গ্রাম[…]