Page 1 of 1

The Jacobean Period: Part-01

Posted: Wed Nov 25, 2020 3:08 pm
by afsara
Duration: 1603-1625
এ যুগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
This age was named after King (I),
Who reigned England from 1603-1625
১৬০৩ সালে এলিজাবেথের মৃত্যুর পর Stuart বংশের রাজা প্রথম জেমস একই সময়ে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের রাজা হন।

কারণ রাণী প্রথম এলিজাবেথ অবিবাহিত থাকার কারণে তার মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনে বসার মতো টিউডর রাজবংশের আর কোন উত্তরাধিকারী খুঁজে পাওয়া যায়নি। ফলে এলিজাবেথের দূর সম্পর্কের আত্মীয় স্কটল্যান্ডের রাজা জেমস একই সময়ে ইংল্যান্ডের সিংহাসনেও উত্তরাধিকারী মনোনীত হন।

King James কে The Wisest Fool বলা হয়। কারণ তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন।
Latin ভাষার James কে Jacobus বলা হয়।
Jacobean শব্দটি Jacobus শব্দ থেকে উদগত।
Jacobean Period এর শেষের ৫ বছর Puritan Period (1620-1660) এর অন্তর্ভুক্ত।

১৬০৮ সালে রাজা জেমস এর সুপারিশপত্র নিয়ে ক্যাপ্টেন হকিন্স বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে জাহাঙ্গীরের দরবারে আসেন। ১৬১৩ সালে এক ফরমানের মাধ্যমে সম্রাট জাহাঙ্গীরের অনুমতিতে সুরাটে প্রথম ইংরেজ কুঠি স্থাপিত হয় এবং কিছু দিনের মধ্যেই অন্যান্য স্থানসহ হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপিত হয়।এ সময় ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পান। রাজা প্রথম জেমসের আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ব্যাপক সুযোগ সুবিধা আদায় করে নিয়ে ভারতবর্ষে তাদের শক্তিশালী ভিত্তি গড়ে তোলে।

উল্লেখ্য, সুবেদার ইসলাম খান ১৬০৮ সালে ভূঁইয়াদের দমন করার উদ্দেশ্যে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং ঢাকাকে জাহাঙ্গীর নগর নামকরণ করেন।

‘Enjoy Your life today.
Because yesterday has gone,
And tomorrow may never come!’

চতুর্থ মোঘল সম্রাট Nuruddin Salim Jahangir ইংল্যান্ডের রাজা জেমস কে নিম্নোক্ত পত্রটি লিখেছেন। এই পত্রটি পড়লেই বোঝে যাবেন যে, সুদুর ইউরোপ থেকে সমুদ্রপথে ইঞ্জিনবিহীন জাহাজযোগে হাজার-হাজার মাইল পথ পাড়ি দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা ক্ষুদ্র বণিক দল এসে কীভাবে মাত্র ১৫৭ বছরের পরিক্রমায় প্রতাপশালী মোঘল সাম্রাজ্যকে ধ্বংস করে ভারতবর্ষে তাদের ১৯০ বছরের শাসন কায়েম করেছিল।