Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4490
ফুটবল
১.ফুটবল খেলার জন্ম কোন দেশে?
-চীনে।
২.বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কী?
-ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব।
৩.সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়?
-১৯০৮ সালে।
৪.ফুটবল খেলার প্রতি দল কতজন খেলোয়াড় বদল করতে পারে?
-৩ জন।

ফুটবলে বর্ষসেরা
১.২০১০ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি অর অ্যাওয়ার্ডকে একীভূত করে কি নাম দেয়া হয়েছিল?
-ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড।
২.কোন সময়কাল পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড প্রদান করা হয়?
-২০১০-২০১৫ সাল।
৩.২০১০-১৫ সাল পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর লাভ করেন কে কে?
-লিওনেল মেসি, আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফিফা বর্ষসেরা
১.ফিফা বর্ষসেরা পুরস্কার চালু হয় কবে?
-১৯৯১ সালে।
২.প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার কে?
-লোথার ম্যাথিউস, জার্মানি, ১৯৯১ সালে।
৩.প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার কে?
-মিয়া হ্যাম, যুক্তরাষ্ট্র, ২০০১ সালে।
৪.ফিফা বর্ষসেরার পরিবর্তে ফিফা দ্য বেস্ট চালু হয় কবে?
-২০১৬ সালে।
৫.২০১৬ সালে প্রথম ফিফা দ্য বেস্ট কে হন?
-ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল।
৬.২০১৯ সালে ফিফা দ্য বেস্ট নির্বাচিত হন কে?
-লিওনেল মেসি।

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]