Page 1 of 1

বিশ্বের পুরস্কার ও সম্মাননা বিষয়ক তথ্য: পার্ট-০৮

Posted: Wed Nov 25, 2020 10:44 am
by sumon
ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার
১.বিশ্বে সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কারের নাম কী?
-ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার।
২.ম্যান বুকার গ্রুপ এ পুরস্কার প্রবর্তন করে কবে?
-২০০৫ সালে।
৩.ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের অর্থমূল্য কত?
-৬০ হাজার পাউন্ড।

ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী
নাম – দেশ – সাল
ইসমাইল কাদের – আলবেনিয়া – ২০০৫
চিনুয়া আচেবি – নাইজেরিয়া – ২০০৭
এলিস মুনরো – কানাডা – ২০০৯
ফিলিপ মিল্টন রথ – যুক্তরাষ্ট্র – ২০১১
লিডিয়া ডেভিস – যুক্তরাষ্ট্র – ২০১৩
লাসলো ক্রাসনাহরকাই – হাঙ্গেরী – ২০১৫
হান কাং – দক্ষিণ কোরিয়া – ২০১৬
ডেভিড গ্রসম্যান – ইসরাইল – ২০১৭
ওলগা টোকারচুক – পোল্যন্ড – ২০১৮
জোখা আলহারথি – ওমান – ২০১৯

ম্যাগসেসে পুরস্কার
১.এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত কোনটি?
-ম্যাগসেসে পুরস্কার।
২.ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে?
-ফিলিপাইন।
৩.ম্যাগসেসে পুরস্কারের অর্থমূল্য কত?
-৫০ হাজার মার্কিন ডলার, একটি পদক ও একটি সম্মাননা পত্র।
৪.ম্যাগসেসে পুরস্কার দেয়া হয় কতটি বিভাগে?
-৬টি।

প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব
নাম – দেশ
চিয়াংমন লিন – তাইওয়ান
মেরি রত্নম – শ্রীলংকা
রবার্ট ডিক – ফিলিপাইন
অপারেশন ব্রারহুড সেচ্ছাসেবী দল – ফিলিপাইন
লুবিস মোসটার – ইন্দোনেশিয়া

ম্যাগসেসে পুরস্কার বিজয়ী বাংলাদেশী
নাম - সাল
১.তাহেরুন্নেসা আহমেদ আবদুল্লাহ – ১৯৭৮
২.ফজলে হাসান আবেদ – ১৯৮০
৩.ড. মুহম্মদ ইউনূস – ১৯৮৪
৪.ড. জাফরুল্লাহ চৌধুরী – ১৯৮৫
৫.ফাদার রিচার্ড উইলিয়াম টিম – ১৯৮৭
৬.মোহাম্মদ ইয়াসিন – ১৯৮৮
৭.অ্যাঞ্জেলা গোমেজ – ১৯৯৯
৮.আবদুল্লাহ আবু সাইদ – ২০০৪
৯.মতিউর রহমান – ২০০৫
১০.এইচএম নোমান খান – ২০১০
১১.সৈয়দা রিজওয়ানা হাসান – ২০১২