Page 1 of 1

বিশ্ব ইতিহাস ও সভ্যতা সম্পর্কিত প্রশ্নোত্তর: পার্ট-০৯

Posted: Mon Nov 23, 2020 11:08 am
by raihan
১.জুলিয়াস সিজার কবে ব্রিটেন আক্রমণ করেন?
-খ্রি.পূর্ব ৫৫ অব্দে।
২.রোমে প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা চলে কোন পর্যন্ত?
-খ্রি.পূর্ব ৫০০ থেকে খ্রি.পূর্ব ৬০ অব্দ পর্যন্ত।
৩.কোন সময়কাল পর্যন্ত রোমান সভ্যতার অন্ধকার যুগ?
-খ্রি.পূর্ব ১৪৬ অব্দ থেকে খ্রি.পূর্ব ৪৬ অব্দ পর্যন্ত।
৪.অক্টোভিয়াস সিজার কি নাম ধারণ করে সিংহাসন আরোহণ করেন?
-অগাস্টাস সিজার।
৫.অগাস্টাস সিজারের মৃত্যু হয় কখন?
-১৪ খ্রিস্টাব্দে।
৬.ক্ষমতার দ্বন্দের একপর্যায়ে সমতঝোতার ভিত্তিতে তিনজন নেতা একযোগে ক্ষমতায় আসেন, যা ইতিহাসে কি নামে পরিচিত?
-ত্রয়ী শাসন।
৭.তার সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কি?
-যিশুখ্রিস্টের জন্ম।
৮.রোমের শেষ সম্রাট কে?
-রোমিউলাস অগাস্টুলাস।
৯.রোম সম্রাজ্য চূড়ান্ত পতন ঘটে কবে?
-৪৭৬ খ্রি.।
১০.কারা মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন?
-পুটাস ও টেরেন্সর।
১১.সম্রাট ইন্সটানটাইন কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
-খ্রিস্টান ধর্ম।
১২.কোন অব্দে রোডস দ্বীপের প্যানেটিয়াস এই মতবাদ প্রথম রোমে প্রচার করেন?
-খ্রি.পূর্ব ১৪০।
১৩.কোন আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান?
-রোমীয় আইনের।
১৪.রোমান আইনকে কতটি শাখায় ভাগ করা হয়েছে?
-৩টি।
১৫.বিশ্বসভ্যতার ইতিহাসে রোমনদের সর্বশ্রেষ্ঠ অবদান হলো কি?
-আইন।
১৬.ভার্জিলের মহাকাব্য কি?
-ইনিড।
১৭.ওভিদ ও লিভি খ্যাতনাম কি?
-কবি।
১৮.অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে কাকে পূজা করার রীতি চালু হয়?
-সম্রাটকে।

ইনকা সভ্যতা
১.ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
-দক্ষিণ আমেরিকায়।
২.ইনকা সভ্যতার স্থপতি কে?
-মানকো কাপেন।
৩.ইনকা সম্রাটকে দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করেন কে?
-সম্রাট পাকা নিউটেক।
৪.সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করেন কারা?
-ইনকারা।
৫.ইনকা সম্রাজ্যের সরকারি নাম কী ছিল?
-ক্যুয়চুয়া।