Page 1 of 1

বিশ্বের আন্তর্জাতিক খেলা সম্পর্কিত প্রশ্নোত্তর: পার্ট-০৪

Posted: Sat Nov 21, 2020 2:46 pm
by fency
এশিয়া কাপ ক্রিকেট
১.এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে কবে?
-১৯৮৩ সালে।
২.এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায়?
-কুয়ালালামপুর, মালয়েশিয়া।
৩.এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর সদস্য দেশ কতটি?
-২৫টি।
৪.প্রথম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কবে?
-১৯৮৩-৮৪ সালে।
৫.২০১৮ সালের এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-ভারত।

মহিলা বিশ্বকাপ ক্রিকেট
১.প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৭৩ সালে।
২.২০০৯ সালে আইসিসি স্বীকৃত প্রথম ও নবম মহিরা বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন কোন দেশ?
-ইংল্যান্ড।
৩.২০১৭ সালে দশম মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দেশ?
-ইংল্যান্ড।

এশিয়ান গেমস
১.এশিয়া মহাদেশভিত্তিক সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগীতার নাম কী?
-এশিয়ান গেমস।
২.প্রথম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
-১৯৫১ সালে।
৩.এশিয়ান গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
-৪ বছর।
৪.১৯ তম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হবে?
-১০-২৫ সেপ্টেম্বর ২০২২।
৫.২০ তম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
-১৮ সেপ্টেম্বর -৩ অক্টোবর ২০২৬।

১৮ তম এশিয়ান গেমস ২০১৮
১.কত সালে অনুষ্টিত হয়?
-১৮ আগস্ট -২ সেপ্টেম্বর ২০১৮
২.মাসকট কী?
-বিন বিন, কাকা, ও অটাং।
৩.কতটি দেশ অংশগ্রহণ করে?
-৪৫টি।
৪.দ্রুততম মানব ও মানবী কে?
-মানব: সু বিংশিয়ান, মানবী: এডিডিয়ং ওডিয়ং (বাহরাইন)।

পদক তালিকায় শীর্ষ ৫ দেশ
দেশ – সোনা – রূপা – ব্রোঞ্জ- মোট
চীন – ১৩২ – ৯২ – ৬৫ – ২৮৯
জাপান – ৭৫ – ৫৬ – ৭৪ – ২০৫
দ. কোরিয়া – ৪৯, ৫৮, ৭০, ১৭৭
ইন্দোনেশিয়া – ৩১, ২৪, ৪৩, ৯৮
উজবেকিস্তান – ২১, ২৪, ২৫, ৭০