Page 1 of 1

বিশ্বের পুরস্কার ও সম্মাননা বিষয়ক তথ্য: পার্ট-০৩

Posted: Fri Nov 20, 2020 1:24 pm
by sumon
নোবেল বিজয়ী এশীয়
১.এশীয়ার প্রথম নোবেল বিজয়ীর নাম কী?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
২.এশিয়ায় শান্তিতে নোবেল পুরস্কার পান কে?
-লি ডাক থো (ভিয়েতনাম)।

ক্ষেত্র অনুযায়ী নোবেল বিজয়ী প্রথম এশীয়
ক্ষেত্র – নাম – সাল
সাহিত্য – রবীন্দ্রনাথ ঠাকুর – ১৯১৩
পদার্থ – চন্দ্রশেখর ভেঙ্কট রমন – ১৯৩০
চিকিৎসা – হর গোবিন্দ খোরানা – ১৯৬৮
শান্তি – লি ডাক থো – ১৯৭৩
রসায়ন – কেনিচি ফুকুই – ১৯৮১
অর্থনীতি – অর্মত্য সেন – ১৯৯৮

উপমহাদেশের নোবেল বিজয়ী
১.উপমহাদেশের নোবেল পুরস্কার পান কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
২.নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি কে?
-ড. ইউনুস।

নোবেল বিজয়ী বাঙালি
১.নোবেল বিজয়ী বাঙালি কতজন?
-৪ জন।
২.প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৩.অর্মত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
-দুর্ভিক্ষ ও দ্রারিদ্য।

নোবেল বিজয়ী বাঙালি
নাম – দেশ – ক্ষেত্র – সাল
রবীন্দ্রনাথ ঠাকুর – ভারত – সাহিত্য – ১৯১৩
অর্মত্য সেন – ভারত – অর্থনীতি – ১৯৯৮
ড. মুহম্মদ শহীদুল্লাহ – বাংলাদেশ – শান্তি -২০০৬
অভিজিৎ ব্যানার্জি – ভারত – অর্থনীতি – ২০১৯