Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4393
পদ্মা
১.গড়াই কোন নদীর শাখা নদী?
-পদ্মা।
২.পদ্মা কোন নদীর শাখা নদী?
-গঙ্গা।
৩.পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়?
-গোয়ালন্দ ও শিবালয়।
৪.পদ্মা নদীর উৎস মুখ কোথায়?
-গঙ্গা নদী।
৫.পদ্মা নদীর পতিত মুখ কোথায়?
-মেঘনা নদী।
৬.পদ্মা নদীর দৈর্ঘ্য কত?
-১১৫ কিমি।
৭.পদ্মা নদীর সর্বাধিক প্রস্থ কত?
-৫৭১১ মিটার।
৮.পদ্মা নদীর প্রবাহিত জেলাগুলো কি কি?
-মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ও ফরিদপুর।
৯.রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মা নদীর অন্য নাম কী?
-কীর্তিনাশা।
১০.পদ্মার প্রধান উপনদী কী কী?
-মহানন্দা, পুনর্ভবা, কপোতাক্ষ।
১১.পদ্মার শাখা নদী কী কী?
-ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, গড়াই, আড়িয়াল খাঁ নদ প্রভৃতি।
১২.পদ্মার প্রশাখা নদী কি কি?
-মধুমতি, পসুর, কপোতাক্ষ নদ, প্রভৃতি।

যমুনা
১.যমুনা নদীর পূর্ব নাম কী?
-জোনাই।
২.যমুনা নদীর উৎসমুখ কোথায়?
-ব্রহ্মপুত্র নদ।
৩.যমুনা নদীর পতিত মুখ কোনটি?
-পদ্মা নদী।
৪.যমুনা নদীর প্রবাহিত জেলাগুলো কী কী?
-পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর ও গাইবান্ধা।
৫.যমুনা নদীর দৈর্ঘ্য কত?
-৯০ কিমি।
৬.যমুনা নদীর সর্বাধিক প্রস্থ কত?
-১২০০ মিটার।
৭.যমুনা নদীর পাড়ে অবস্থিত পৌরসভা কি কি?
-বাহাদুর শাহ বন্দর, ভুয়াপুর পৌরসভা, সরিষাবাড়ী, সিরাজগঞ্জ সদর, ও আরিচাঘাট।
৮.যমুনার প্রধান উপনদী কী কী?
-তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী প্রভৃতি।
৯.যমুনার শাখা নদী কোনটি?
-ধলেশ্বরী।
১০.যমুনার প্রশাখা কোনগুলো?
-বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা।
১১.যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী কোনটি?
-করতোয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    518 Views
    by sajib
    0 Replies 
    948 Views
    by rajib
    0 Replies 
    340 Views
    by kajol
    0 Replies 
    293 Views
    by shihab
    0 Replies 
    300 Views
    by tamim

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]