Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4363
১.The novelist has a hold of ____ in writing.
-style
ব্যাখ্যা: The novelist has a hold of style in writing.
২.নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
-পিতল
ব্যাখ্যা: পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত।
৩.দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিন করতে পারে । প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজ কত দিনে করতে পারবে?
-২৪ দিনে
ব্যাখ্যা: দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি করতে পারে = (১২x৮/১২-৮) দিনে
=১২x৮/৪
=২৪ দিনে
৪.আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার ছিল?
-মঙ্গলবার
৫.১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখে কি বার হবে?
-শুক্রবার
৬.একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ – বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?
-৭: ২০
৭.PARIS অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
-একটি শহর
ব্যাখ্যা: এটি ফ্রান্সের রাজধানী।
৮.নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে?
JD-KF-? PM-TR
-MI
৯.অম্বর এর প্রতিশব্দ কোনটি?
-আকাশ
১০.একজন লোক একটি নির্দিষ্ট স্থান ক থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে ক অবস্থান থেকে কত দূরে থাকবে?
-১৩ কিমি
১১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যানসমূহের যোগফল কত?
-৫০৫০
ব্যাখ্যা: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = ১০০x(১০০+১)/২
=১০০x১০১/২
=৫০x১০১
=৫০৫০
১২.কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
-৪৮
১৩.নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
-২৫৩
ব্যাখ্যা: ১ থেকে যে সংখ্যাটি ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
১৪.কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়?
-প্রজ্বলিত
ব্যাখ্যা: অগ্নির সমার্থক শব্দগুলো: অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, আগুন, দহন, শিখা ইত্যাদি ।
১৫.ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছির। কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
-পূর্ব
১৬. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্কু কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
-চিকন হাতলের ড্রাইভারকে বেশি বার ঘুরাতে হবে
১৭.৫ এর কম শতাংশ ৭ হবে?
-১৪০
১৮.০.৪x০.০২x০.০৮=?
-.০০০৬৪
ব্যাখ্যা: ০.৪x০.০২x০.০৮
=৪/১০x২/১০০x৮/১০০
=৬৪/১০০০০০
=০.০০০৬৪
১৯.কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, বৈঠা ব্যাবহার করতে হবে –
-পিছনে
২০.Telephone: cable:: Radio:?
-Wireless
২১.২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
-বৃহস্পতিবার
২২.কোন বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
-৩৬%
২৩.Find out the correct synonym of ‘TENUOUS’ ---
-Thin
২৪.কোন বানানটি শুদ্ধ?
-Achievement
২৫.একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
-ঠেলে নেয়া ব্যক্তির
২৬.বিভা: কিরণ:: সুবলিত: ?
-সুগঠিত
ব্যাখ্যা: বিভা এর সমার্থক শব্দ কিরণ।
সুবলিত এর সমার্থক শব্দ সুগঠিত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3596 Views
    by apple
    0 Replies 
    1075 Views
    by sajib
    0 Replies 
    760 Views
    by kajol
    0 Replies 
    1360 Views
    by rajib
    0 Replies 
    467 Views
    by shohag

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]