Page 1 of 1

রাজা রামমোহন রায় ও তাঁর সংস্কার

Posted: Wed Nov 18, 2020 4:14 pm
by tamim
১.রামমোহন রায়ের জন্ম কোথায়?
-হুগলী জেলায়।
২.ভারতে প্রথম আধুনিক পুরুষ খ্যাতি অর্জন করেন কে?
-রাজা রামমোহন রায়।
৩.উনিশ শতকে বাংলার নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?
-রামমোহন রায়।
৪.রামমোহন রায় কোন ভাষার সুপন্ডিত ছিলেন?
-আরবি-ফার্সি ভাষার।
৫.তুফাত উল মোয়াহিদ্দীন নামের আরবি ও ফার্সি ভাষার একটি বই রচনা করেন কে?
-রাজা রামমোহন রায়।
৬.রামমোহন রায় ডিগবী সাহেবের অধীনে কোথায় চাকরি করেন?
-রংপুরে।
৭.একেশ্বর বাণী প্রচারে রামমোহন রায় কোন সমিতি গঠন করেন?
-আত্মীয় সভা।
৮.কত সালে আত্মীয় সভা নামে সমিতি গঠন করা হয়?
-১৮১৫ সালে।
৯.রামমোহন রায় কত সালে ‘অ্যাংলো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন?
-১৮২২ সালে।
১০.রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে?
-সম্রাট দ্বিতীয় আকবর।
১১.রামমোহন রায় কোথায় মৃত্যুবরণ করেন?
-ইংল্যান্ডের ব্রিস্টল শহরে।
১২.আধুনিক ভারতের জনক বলা হয় কাকে?
-রাজা রামমোহন রায়কে।
১৩.ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় কখন?
-২ আগস্ট ১৮১৮ সালে।
১৪.বেদান্তবাদ শিক্ষা দানের জন্য রামমোহন কোন কলেজ প্রতিষ্ঠা করেন?
-বেদান্ত কলেজ।
১৫.জোড়াসাকের ঠাঁকুর পরিবারের কে রামমোহন রায়ের ঘনিষ্ঠ সহচর ছিলেন?
-প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
১৬.দ্বারকানাথ ঠাকুর ১৮২৯ সালে রামমোহনের সহায়তায় কোন পত্রিকা প্রকাশ করেন?
-বেঙ্গল হেরাল্ড ও বঙ্গদূত পত্রিকা।
১৭.কোন ব্রিটিশ শাসক গঙ্গা সাগরে সন্তান বিসর্জন ও শিশুকন্যা হত্যা নিষিদ্ধ করেন?
-উইলিয়াম বেন্টিঙ্ক।
১৮.ইংরেজি বাংলা দ্বিভাষিক ব্রাহ্মনিক্যাল ম্যাগাজিনটির নাম কী ছিল?
-ব্রাহ্মণ সেবখি।
১৯.কাকে ভারতীয় রেনেসাঁস বলা হয়?
-রাজা রামমোহন রায়কে।
২০.ব্রাহ্মণ সমাজ নামের পরিবর্তে ব্রাহ্মণ ধর্ম নাম গ্রহণ করা হয় কবে?
-১৮৪৩ সালে।
২১.ব্রাহ্ম সমাজ মোট কয়টি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল?
-তিনটি।
২২.আদি ব্রাহ্ম সমাজ এর প্রধান ছিলেন কে?
-দেবেন্দ্রনাথ ঠাকুর।