Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4349
১.নদী কাকে বলে?
-পাহাড়-পর্বত, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ, বা সাগরে মিলিত হয় তাকে নদী বলা হয়।
২.নদী সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
-পোটোমলোজি।
৩.নদী প্রণালী গঠিত হয় কিভাবে?
-একটি নদী ও তার উপনদীসমূহ একত্রে মিলে।
৪.মোহনা কাকে বলে?
-নদী যে স্থানে সমুদ্রে মিলিত হয়।
৫.উপনদী কাকে বলে?
-নদীর চলার পথে যখন ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয় তখন তাকে উপনদী বলা হয়।
৬.বাংলাদেশের দীর্ঘতম প্রণালী কোনটি?
-সুরমা-মেঘনা নদী প্রণালী।
৭.বাংলাদেশের নদনদীর মোট দৈর্ঘ্য কত?
-২৪,১৪০ কিমি।
৮.বাংলাদেশের নদনদীর সংখ্যা কত?
-৩১০ টি।
৯.বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কী?
-গোবরা।
১০.বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোথায়?
-হালদা নদী।
১১.বাংলাদেশের প্রথম ও প্রধান বৃহত্তম নদীবন্দর কোনটি?
-নারায়ণগঞ্জ।
১২.প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের কতটি আন্ত:সীমান্ত বা অভিন্ন নদী আছে?
-৫৭টি।
১৩.বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত আন্ত:সীমান্ত নদী কতটি?
-৫৪টি।
১৪.মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর কতটি?
-৩টি।
১৫.ভারত, চীন, এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম কী?
-ব্রহ্মপুত্র।
১৬.নেপাল ভারদত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম কী?
-গঙ্গা।
১৭.বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে কোন নদী?
-পুনর্ভবা, আত্রাই প্রভৃতি।
১৮.বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নাম কী?
-হাড়িয়াভাঙা নদী।
১৯.বাংলাদেশ ও ভারতের মধ্যে কবে যৌথ নদী কমিশন গঠিত হয়?
-১৯৭২ সালে।
২০.জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় কবে?
-৩ আগস্ট ২০১৪।
২১.জাতীয় নদী রক্ষা কমিশন এর কার্যক্রম শুরু হয় কবে?
-৩ সেপ্টেম্বর ২০১৪।
২২.জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যালয় কোথায়?
-ঢাকা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    769 Views
    by sajib
    0 Replies 
    1149 Views
    by rajib
    0 Replies 
    545 Views
    by kajol
    0 Replies 
    451 Views
    by shihab
    0 Replies 
    521 Views
    by tamim

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]