Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4341
১.কখন আসিরীয়া মিশরে আধিপত্য বিস্তার করে?
-৬৭০-৬৬২ খ্রি. পূর্বাব্দে।
২.প্রাক-রাজবংশীয় যুগ মিশরের ছোট নগর রাষ্ট্রকে কি বলা হতো?
-নোম।
৩.মিশরের অর্থনীতি মূলত কীরূপ?
-কৃষিনির্ভর।
৪.মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি?
-ফারাও খুফুর পিরামিড।
৫.মিশরীয়রা কি থেকে কাগজ বানাতে শেখে?
-নাল খাগড়া জাতীয় গাছের খন্ড।
৬.মিশরীয়া প্রথম দিকে কিভাবে মনের ভাব প্রকাশ করত?
-ছবি এঁকে।
৭.গ্রিকরা কাগজের নাম কী দেয়?
-প্যাপিরাস।
৮.মিশর নীল নদের দান কার উক্তি?
-ইতিহাসের জনক হেরোডোটাস।
৯.সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি আবিষ্কার করে কারা?
-মিশরীয়রা।
১০.অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে কারা?
-মিশরীয়রা।

গ্রিক সভ্যতা
১.কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি?
-গ্রিক সভ্যতা।
২.অলিম্পিক খেলা শুরু হয় কবে?
-৭৭৬ সালে।
৩.গ্রিসে অলিম্পিকের যাত্রা শুরু হয় কার সময়কালে?
-রাজা ইফিটাসের।
৪.গ্রিসের মহাকবি হোমারের মহাকাব্যের নাম কী?
-ইলিয়ড ও ওডিসি।
৫.এই সভ্যতাকে কতটি ভাগে ভাগ করা হয়েছে?
-২টি।
৬.গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত?
-হেলেনিক ও হেলেনিস্টিক।
৭.গিকের সামরিক নগর রাষ্ট্র এর নাম কী?
-স্পার্টা ।
৮.এ নগর রাষ্ট্রের অবস্থান কোথায় ছিল?
-দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে।
৯.গ্রীসের গণতান্ত্রিক নগর রাষ্ট্র ছিল কোনটি?
-এথেন্স।
১০.প্রথম দিকে এথেন্সে কোন রাষ্ট্রব্যবস্থা ছিল?
-রাজতন্ত্র।
১১.গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন?
-সোফোক্লিস।
১২.কবে এথেন্স চলে যায় স্পার্টার অধীনে।
-খ্রি. পূর্ব ৩৬৯ অব্দে।
১৩.নগর রাষ্ট্র এথন্সের পতন হয় কার কাছে?
-সামরিক নগররাষ্ট্র স্পার্টার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    663 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]