Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4252
১.অলিম্পিক গেমসের সূচনা হয় কোথায়?
-গ্রিসে।
২.প্রাচীন অলিম্পিকের ব্যাপ্তিকাল কত?
-খ্রিষ্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
৩.আধুনিক অলিম্পিকের জন্ম হয় কত সালে?
-১৮৯৬ সালে।
৪.প্রথম আধুনিক অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
-এথেন্স, গ্রিস।
৫.আধুনিক অলিম্পিকের প্রবর্তক কে?
-ব্যারন পিয়ারে দ্য কুবার্তা।
৬.আধুনিক অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
-৪ বছর।
৭.আধুনিক অলিম্পিকের অপর নাম কী?
-গ্রীষ্মকালীন অলিম্পিক।
৮.অলিম্পিক পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
-এন্টওয়ার্প অলিম্পিকে।
৯.অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?
-ব্যারন পিয়ারে দ্য কুবার্তা।
১০.অলিম্পিক শিখার প্রবর্তক হয় কবে থেকে?
-১৯২৮ সালে।
১১.বিশ্ব অলিম্পিকের প্রতীক কী?
-পরস্পর সংযুক্ত ৫টি রঙের বৃত্ত।
১২.অলিম্পিক পতাকায় কি কি রঙ থাকে?
-লাল, নীল, সবুজ, হলুদ, ও কালো।
১৩.বৃত্তগুলোর কোন রং দ্বারা কোন মহাদেশ বোঝায়?
-হলুদ-এশিয়া, নীল-ইউরোপ, কালো-আফ্রিকা, সবুজ-ওশেনিয়া, ও লাল-আমেরিকা।
১৪.অলিম্পিক ম্যারাথনের দৈর্ঘ্য কত?
-২৬ মাইল ৩৮৫ গজ।
১৫.কোন সালে অলিম্পিকে প্রথম নারী অংশগ্রহণ করে?
-১৯০০ সালে।
১৬.আটলান্টা অলিম্পিক ১৯৯৬ এ কয়টি নতুন খেলা অন্তর্ভুক্ত হয়?
-১১টি।
১৭.এশিয়ার কোন দেশের ক্রীড়াবীদ অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতেন?
-জাপান।
১৮.অলিম্পিক গেমসের অফিসিয়াল ভাষা কি?
-ইংরেজি ও ফরাসি।
১৯.প্রথম আধুনিক অলিম্পিকে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল?
-১৩টি।
২০.এশিয়ায় সর্বপ্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৬৪ সালে।
২১.স্পেশাল অলিম্পিকের সূচনা হয় কবে?
-১৯৬০ সালে।
২২.স্পেশাল অলিম্পিকের সূচনা করেন কে?
-ইউনাইস কেনেডি শ্রাইভার (যুক্তরাষ্ট্র)।
২৩.প্রথম শীতকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়?
-১৯২৪ সালে।
২৪.২২ তম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় কত সালে?
-৭-২৩ ফেব্রুয়ারি ২০১৪।
২৫.২৩ তম শীতকালীন অলিম্পিক কত সালে অনুষ্ঠিত হয়?
-৯-২৫ ফেব্রুয়ারি ২০১৮ সালে।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]