Page 1 of 1

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী: পার্ট-০৩

Posted: Wed Nov 11, 2020 1:14 pm
by zahangir
রণসঙ্গীত
১.বাংলাদেশের রণসঙ্গীতের প্রথম দুই লাইন কি?
-চল চল চল, উর্ধ্ব গগনে বাজে মাদল।
২.বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
-জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
৩.বাংলাদেশের রণসঙ্গীত চল চল চল কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
-সন্ধ্যা।
৪.বাংলাদেশের রণসঙ্গীত প্রথম কবে প্রকাশিত হয়?
-বাংলা ১৩৩৫ সালে।
৫.বাংলাদেশের রণসঙ্গীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
-শিখা পত্রিকায়।
৬.কোন শিরোনামে এটি প্রকাশিত হয়?
-নতুনের গান।
৬.শিখা পত্রিকায় কোন সংখ্যায় রণসঙ্গীত ছাপানো হয়?
-দ্বিতীয় বার্ষিক সংখ্যায়।
৭.উৎসব অনুষ্ঠানে রণসঙ্গীতের কত চরণ বাজানো হয়?
-২১ চরণ।
৮.’চল চল চল’ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয় কবে?
-১৩ জানুয়ারি ১৯৭২ সালে।

ক্রীড়া সঙ্গীত
১.বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের প্রথম দুই লাইন কি?
-বাংলাদেশের দূরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়, ক্রীড়াজগতের শীর্ষে রাখব আমরা শৌর্যের পরিচয়।
২.বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা কে?
-সেলিনা রাহমান।
৩.বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে?
-খন্দকার নুরুল আলম।
৪.বাংলাদেশের ক্রীড়া সংগীত কত চরণ বিশিষ্ট?
-১০ চরণ।
৫.বাংলাদেশের ক্রীড়া সংগীতের শেষ চরণটি কি?
-বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম হবে গৌরবময়।

জাতীয় ফুল
১.বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?
-শাপলা।
২.সাদা রঙের শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি?
-নিম্ফিয়া নৌচালি।
৩.শাপলা ফুলের ইংরেজি নাম কি?
-ওয়াটার লিলি।

জাতীয় পাখি
১.বাংলাদেশের জাতীয় পাখির নাম কি?
-দোয়েল।
২.দোয়েল কোন গোত্রের পাখি?
-Passeriformes বর্গের Muscicapidae গোত্রের সদস্য।
৩.দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
-Copsychus saularis.

জাতীয় মাছ
১.বাংলাদেশের জাতীয় মাছ কোনটি?
-ইলিশ মাছ।
২.বাংলাদেশে কতটি প্রজাতির ইলিশ পাওয়া যায়?
-৩টি।