Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4205
১.বাংলা বর্নমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
=দশটি
ব্যাখ্যা: বাংলা বর্ণমালা ৫০টি। এর মধ্যে মাত্রাহীন বর্ণ ১০টি।
২.’তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য?
=যৌগিক বাক্য
ব্যাখ্যা: বাক্যটি যৌগিক। কারণ, এখানে দুটি নিরপেক্ষ বাক্য রয়েছে।
৩.লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
=কবিরাজ
ব্যাখ্যা: কবিরাজ শব্দের লিঙ্গান্তর হয় না।
৪.’একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
=সৌভাগ্যের বিষয়
৫.বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
=প্রাতিপদিক
৬.সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
=নাটকের সংলাপে
৭.দুটি পুরুষবাচক শব্দ আছে ---
=ননদ
ব্যাখ্যা: ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে।
৮.বচন অর্থ কি?
=সংখ্যার ধারণা
৯.কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
=কাল একবার এসো
ব্যাখ্যা: অনুরোধ অর্থে = কাল একবার এসো।
১০.ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
=আই
ব্যাখ্যা: যে বিশেষ্য পদে কোন ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে।
১১.মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ – বাক্যে ‘মরিমরি’ কোন শ্রেনীর অব্যয়?
=অনন্বয়ী
ব্যাখ্যা: যে সকল অব্যয় বাক্যে অন্য পদের সাথে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবড়হৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে।
১২.’দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
=দুল্+না
১৩.’কৌশলে কার্যোদ্ধার’ – কোনটির অর্থ?
=ধরি মাছ না ছুই পানি
১৪.’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
=ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা: ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় – সন্ধি, ছেদচিহ্ন, নত্ব বিধান, ষত্ব বিধান ইত্যাদি।
১৫.’বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
=নীহারঞ্জন রায়
১৬.কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
=গ্রাম
ব্যাখ্যা: অপ্রানীবাচক শব্দের বহুবচনে গ্রাম ব্যবহৃত হয়।
১৭.বাক্যের ক্ষুদ্রতম একক কি?
=শব্দ
ব্যাখ্যা: বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ।
১৮.’শাহনামা’ এর লেখক কে?
=কবি ফেরদৌসি
১৯.সন্ধির প্রধান সুবিধা কি?
=উচ্চারণের সুবিধা
ব্যাখ্যা: সন্ধির সুবিধা – ক. উচ্চারণের সুবিধা খ. ধ্বনির মাধুর্য প্রদান
২০.কোন বানানটি শুদ্ধ?
=সমীচীন
২১.কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
=দোলনচাঁপা
২২.কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি?
=তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
২৩.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা –
=মুনীর চৌধুরী
ব্যাখ্যা: নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1063 Views
    by sajib
    0 Replies 
    746 Views
    by kajol
    0 Replies 
    315 Views
    by tasnima
    0 Replies 
    432 Views
    by mousumi
    0 Replies 
    263 Views
    by raihan

    সরকারি বিধি মোতাবেক গুলশান কমার্স কলেজে নিম্নবর্ণি[…]

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]