Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4191
সমুদ্রগুপ্ত
১.সমুদ্রগুপ্তের পিতার নাম কি?
=প্রথম চন্দ্রগুপ্ত।
২.সমুদ্রগুপ্ত কবে সিংহাসনে আরোহণ করেন?
=৩২৫ সালে।
৩.সমুদ্রগুপ্ত কবে মারা যান?
=৩৮০ সালে।
৪.ভারতের নেপোলিয়ন হিসেবে অভিহিত হন কে?
=সমুদ্রগুপ্ত।
৫.চন্দ্রবর্মন কোন রাজ্যের অধিপতি ছিলেন?
=সুশুনিয়া।
৬.আর্যাবর্তের প্রায় সকল রা্যিই গুপ্ত সামাজ্রভুক্ত করে সমুদ্রগুপ্ত কোন উপাধি গ্রহণ করেন?
=সর্বরাজ্যোচ্ছেত্তা।
৭.সমুদ্রগুপ্ত কোন ধর্মাবলম্বী ছিলেন?
=ব্রাহ্মন্য ধর্মাবলম্বী।

দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১.দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতার নাম কি?
=সমুদ্রগুপ্ত।
২.রামচন্দ্র গুণাকর কর্তৃক রচিত নাটকের নাম কি?
=নাট্য দর্পণ।
৩.দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিরেন?
=ব্রাহ্মন্যধর্মের।
৪.দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে আরোহণ করেন?
=৩৮০ সালে।
৫.দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে মৃত্যুবরণ করেন?
=৪১৩ সালে।
৬.দ্বিতীয় চন্দ্রগুপ্তের অস্থায়ী রাজধানী কোনটি?
=উজ্জ্বয়নী।
৭.কুমার গুপ্তের উপাধি কি?
=মেহেন্দ্রাদিত্য।
৮.দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?
=বিক্রমাদিত্য ও সিংহ বিক্রম।
৯.অজন্তার গুহাচিত্র কোন যুগে সৃষ্টি?
=গুপ্ত যুগে।
১০.কালিদাস কোন যুগের সভাকবি ছিলেন?
=গুপ্ত যুগের।
১১.গুপ্ত সামাজ্য ধ্বংস হয় কোন শক্তির হাতে?
=হুন।

গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা = প্রথম চন্দ্রগুপ্ত
গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা – প্রথম চন্দ্রগুপ্ত
গুপ্তত বংশের শ্রেষ্ঠ রাজা – সমুদ্রগুপ্ত
গুপ্ত বংশের তৃতীয় শাসক – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ভারতের নেপোলিয়ন – সমুদ্রগুপ্ত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    104 Views
    by fency
    0 Replies 
    770 Views
    by sajib
    0 Replies 
    546 Views
    by kajol
    0 Replies 
    218 Views
    by raihan
    0 Replies 
    182 Views
    by masum

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]