Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4173
১.’ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন ----
=কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
২.যে ভূমিতে ফসল জন্মায় না -------
=ঊষর
ব্যাখ্যা: ঊষর=যে জমিতে ফসল জন্মায় না।
৩.’সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
=আল মাহমুদ
৪.’অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
=বিপরীত
ব্যাখ্যা: বিপরীত অর্থে: অপমান, অপচয়, অপকার।
৫.রবীন্দ্রনাথ ঠা্কুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
=বসন্ত
৬.ইচ্ছা বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর –
=ঐচ্ছিক
৭.” সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন, হউক সুন্দর দূর অকল্যান সকল অশোভন।” চরণ দুটি কার লেখা?
=শেখ ফজলুল করিম
৮.’ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
=আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা: ’ঠক চাচা’ চরিত্রটি আলালের ঘরের দুলাল উপন্যাসে পাওয়া যায়।
৯.’বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
=১৮৭২ সালে
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘বঙ্গদর্শন’।
১০.ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য ----
=জীবাণুভূতির গভীরতায়
ব্যাখ্যা: জীবাণুভূতির গভীরতার ওপর ভিত্তি করে নাটক তিন প্রকার।
১১.সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ---
=ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
১২.’সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন ---
=সিকান্দার আবু জাফর
১৩.প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা, প্রভৃতি গ্রন্থের রচয়িতা ----
=কালীপ্রসন্ন সিংহ
১৪.’সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?
=প্রমথ চৌধুরী
১৫.শুদ্ধ বানানটি নির্দেশ কর।
=মুহুর্মুহু
১৬.দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
=দিব+লোক
১৭.’তাপ’ শব্দের বিপরীতার্থ শব্দ –
=শৈত্য
ব্যাখ্যা: তাপ=শৈত্য।
১৮.কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
=সে যে চাল চেলেছে, তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
ব্যাখ্যা: বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বলা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1042 Views
    by sajib
    0 Replies 
    724 Views
    by kajol
    0 Replies 
    303 Views
    by tasnima
    0 Replies 
    424 Views
    by mousumi
    0 Replies 
    259 Views
    by raihan

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]