Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4138
১.কোনটি অর্ধপরিবাহী নয়?
=লোহা
ব্যাখ্যা: যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী পদার্থের চেয়ে অনেক কম কিন্তু অন্তরকের চেয়ে অনেক বেশি, তাদের অর্ধপরিবাহী বলে।
২.আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
=প্রোটন সংখ্যা সমান থাকে
ব্যাখ্যা: যে সব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।
৩.ভারী পানি এর সংকেত হচ্ছে –
=D2O
ব্যাখ্যা: ভারী পানির রাসায়নিক নাম হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড।
৪.জারণ বিক্রিয়ায় ঘটে –
=ইলেকট্রন বর্জন
ব্যাখ্যা: যে বিক্রিয়ায় কোন মৌল বা যৌগে কোন তড়িৎ ঋণাত্মক পরমাণু বা মৌলিক সংযুক্ত হয় বা তাদের অনুপাত বৃদ্ধি পায় অথবা কোন তড়িৎ ধণাত্মক পরমানু বা মূলকের অপসারণ ঘটে বা তাদের অনুপাত হ্রাস পায়, সেই বিক্রিয়াকে জারণ বলা হয়।
৫.বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় –
=স্টেপ -ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
ব্যাখ্যা: ট্রান্সফর্মার বা রূপান্তরক এমন একটি যন্ত্রকৌশল যা পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করে।
৬.কাজ ও বলের একক যথাক্রমে –
=জুল ও ডাইন
ব্যাখ্যা: কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি ব্তিুটির সরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগবিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
৭.আকাশে বিদ্যুৎ চমকায় –
=মেঘের অসংখ্য জলকণা/ বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
৮.কোন নিষ্ক্রিয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই?
=হিলিয়াম
ব্যাখ্যা: রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় মৌলিক গ্যাসকে নিষ্ক্রিয় গ্যাস বলে।
৯.এপিকালচার বলতে বুঝায় –
=মৌমাছির চাষ
ব্যাখ্যা: এপিকালচার: মৌমাছি চাষ বিদ্যা।
১০.বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব -ব্যাখ্যা উপস্থাপন করেছেন –
=স্টিফেন হকিং
ব্যাখ্যা: বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন স্টিফেন হকিং।
১১.বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় –
=আয়োনোস্ফিয়ার
১২.অপটিক্যাল ফাইবার হচ্ছে –
=খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল
ব্যাখ্যা: অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তু।
১৩.কম্পিউটার টু- কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় –
-ইন্টারনেট
ব্যাখ্যা: টেলিফোন লাইনকে ব্যবহার করে সারা বিশ্বের অসংখ্য কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করে যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাই ইন্টারনেট।
১৪.সমুদ্রে দ্রাঘিমাংশ নির্নয়ের যন্ত্রের নাম –
=ক্রনোমিটার
ব্যাখ্যা: ক্রোনোমিটার এক ধরনের সূক্ষ সময় পরিমাপক ঘড়ি।
১৫.প্রবল জোয়ারের কারণ – যখন –
-সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
১৬.কোলেস্টেরল এক ধরনের –
=অসম্পৃক্ত এলকোহল
ব্যাখ্যা: কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত এলকোহল।
১৭.কৃষি জমিতে প্রধাণত চুন ব্যবহার করা হয় –
=মাটির অম্লতা হ্রাসের জন্য
১৮.হীরক উজ্জল দেখায় কেন?
=পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যে
১৯.কোন আলোকতরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়?
=৪০০ থেকে ৭০০ নে.মি
২০.মানবদেহে সাধারণভাবে ক্রোমোসোম থাকে –
=২৩ জোড়া
ব্যাখ্যা: মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোসোম থাকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    260 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1377 Views
    by bdchakriDesk
    0 Replies 
    28 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1507 Views
    by sajib
    0 Replies 
    1076 Views
    by kajol
    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]