Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4120
১.নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব কিভাবে?
-যথাযথভাবে হাল ঘুরায়ে
ব্যাখ্যা: একটি রশি দ্বারা যখন নৌকার গুণ টানা হয়, রশি দ্বারা নৌকার উপর প্রযুক্ত বল দুইটি উপাংশে ক্রিয়া করে।
২.আকাশ নীল দেখায় কেন?
-নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
ব্যাখ্যা: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে আকাশ নীল দেখায়।
৩.স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কি?
-মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্তপ্রবাহে বাধা
ব্যাখ্যা: স্ট্রোক হলো মস্তিষ্কের রক্ত সঞ্চালনের ত্রুটিজনিত একটি রোগ।
৪.ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালচে অনুজ্জল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
-সিলিকন চিপ
৫.কোনটি রক্তের কাজ নয়?
-জারক রস বিতরণ করা
ব্যাখ্যা: জারক রস বিতরণ করা রক্তের কাজ নয়। এটি নালীর মাধ্যমে ক্রিয়াশীল অঙ্গে পৌছাঁয়।
৬.বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
-পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ব্যাখ্যা: উদ্ভিদ বাতাসের নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না।
৭.আলট্রাসনোগ্রাফি কি?
-ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
৮.বাংলাদেশের তড়িৎ এর কম্পাঙক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল এর তাৎপর্য কি?
-প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
৯.রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক –
-আসলের চেয়ে বেশি হবে
ব্যাখ্যা: .রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক আসলের চেয়ে বেশি হবে।
১০.দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
-বেগুনি
ব্যাখ্যা: দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি রঙের আলোর।
১১.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
-বায়বীয় মাধ্যমে
ব্যাখ্যা: জড় মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না তাই শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
১২.বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্যে আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
-বাইরে এসে মাটিতে উপর হয়ে শুয়ে পড়বেন
১৩.কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্নয় করা হয়?
-প্রতিধ্বনি
ব্যাখ্যা: সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার।
১৪.কোথায় সাতার কাটা সহজ?
-সাগরে
ব্যাখ্যা: সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে। সমুদ্রের পানির ঘনত্ব এজন্য বেশি।
১৫.এভিকালচার বলতে কি বোঝায়?
-পাখি পালন বিষয়াদি
ব্যাখ্যা: ফলিত প্রাণিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা এভিকালচার।
১৬.কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
-কালো
ব্যাখ্যা: কালো রঙের বস্তুর তাপ বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি।
১৭.সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
-নাইট্রোজেন
ব্যাখ্যা: সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    207 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1306 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1028 Views
    by sajib
    0 Replies 
    712 Views
    by kajol

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]