Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4112
১.জনসংখ্যা বিষয়ক শিক্ষাকে কি বলে?
=Demography ।
২.প্রথম ব্রিটিশ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
=১৮০১ সালে।
৩.ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?
=জ্যামিতিক হারে।
৪.ম্যালথাসের মতে খাদ্যের উৎপাদন বাড়ে কোন হারে?
=গাণিতিক হারে।
৫.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
=UNFPA ।
৬. UNFPA এর জনসংখ্যা রিপোর্ট প্রকাশিত হয়ে আসছে কবে থেকে?
=১৯৭৮ সাল থেকে।
৭.বিশ্বের বর্তমান জনসংখ্যা কত?
=৭৭১.৫০ কোটি।
৮.বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
=১.১%।
৯.বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?
=ওমান (৫.৫%)।
১০.বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে?
=সিরিয়া (১.৪%)।
১১.২০১৯ সালে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার?
=আলবেরিয়া ও বেলারুশ।
১২.মুসলিম জনসংখ্যায় শীর্ষ দেশ?
=ইন্দোনেশিয়া ।
১৩.জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত?
=অষ্টম।
১৪.জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ কোনটি?
=মালদ্বীপ।
১৫.জনসংখ্যার হিসেবে বাংলাদেশ বর্তমানে এশিয়ার কততম জনাধিক্য দেশ?
=পঞ্চম।
১৬.আফ্রিকার জনবহুল দেশ কোনটি?
=নাইজেরিয়া।
১৭.সবচেয়ে বেশি লোক বাস করে কোন মহাদেশে?
=এশিয়া।
১৮.সবচেয়ে কম লোক বাস করে কোন মহাদেশে?
=ওশেনিয়া।
১৯.বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল দেশ কোনটি?
=চীন।
২০.জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন মহাদেশে?
=আফ্রিকা।
২১. জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন মহাদেশে?
=ইউরোপে।
২২.বিশ্ব মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কে?
=জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।
২৩.মানব উন্নয়ন রিপোর্টের প্রতিষ্ঠাতা কে?
=মাহবুবুল হক (পাকিস্তান)।

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]