Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4109
১.ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে?
=৩১ মার্চ ১৯৮৬; শ্রীলংকায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপ ক্রিকেটে।
২.ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল কোন দল?
=পাকিস্তান।
৩.বাংলাদেশ কবে ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে?
=১৫ জুন ১৯৯৭।
৪.ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে?
=কেনিয়া; ১৭ মে ১৯৯৮; ভারতের ইন্ডিপেন্ডেন্স কাপে।
৫.বাংলাদেশ নিজস্ব কততম ওয়ানডে ম্যাচে প্রথম জয়লাভ করে?
=২৩ তম।
৬.এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে কবে?
=১৯৮৬ সালে।
৭.স্বাধীনতার পর ঢাকায় প্রথম কোন বিদেশি ক্রিকেট দল খেলতে আসে?
=ইংল্যান্ডের মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব;২৯ ডিসেম্বর ১৯৭৬।
৮.বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে?
=২৪ নভেম্বর ২০১১।
৯.বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কে ব্রিটেনের কাউন্টি ক্রিকেটে খেলেছেন”?
=তামিম ইকবাল।
১০.বাংলাদেশ সর্বপ্রথম কোন ক্রিকেট দলকে টেস্ট ও ওয়ানডে উভয় সিরিজে হোয়াইট ওয়াশ করে?
=ওয়েস্ট ইন্ডিজ।
১১.কবে কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে?
=১৯৯৯ সালে, ৭ম।
১২.বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিপক্ষে বাংলাদেশের অভিষেক ঘটে?
=নিউজিল্যান্ড।
১৩.বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিজস্ব কততম ম্যাচে ও কার বিরূদ্ধে জয়লাভ করে?
=তৃতীয়; স্কটল্যান্ড।
১৪.সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক ও প্রশিক্ষক কে ছিলেন?
=অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল; কোচ: গর্ডন গ্রিনিজ।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম
প্রথম ম্যাচ – নিউজিল্যান্ডের বিপক্ষে
অধিনায়ক – আমিনুল ইসলাম বুলবুল
টসজয়ী অধিনায়ক – আমিনুল ইসলাম বুলবুল/ নিউজিল্যান্ডের বিপক্ষে
বল মোকাবিলা – শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
আউট হওয়া ব্যাটসম্যান – শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান – শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
রান সংগ্রহকারী ব্যাটসম্যান – মেহরাব হোসেন অপি
বাউন্ডারি মারেন – আকরাম খান
ওভার-বাউন্ডারি মারেন – হাসিবুল হোসেন শান্ত
হাফ সেঞ্চুরি করেন – মেহরাব হোসেন অপি/ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
জয় – স্কটল্যান্ডের বিপক্ষে
ম্যান অব দ্য ম্যাচ – মিনহাজুল আবেদিন নানু; স্কটল্যান্ডের বিপক্ষে
বল করেন – হাসিবুল হোসেন শান্ত
উইকেট লাভ করেন – মঞ্জরুল ইসলাম মঞ্জ
ক্যাচ ধরেন – আমিনুল ইসলাম বুলবুল
টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে জয় - পাকিস্তান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4243 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4435 Views
    by bdchakriDesk
    0 Replies 
    286 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    94 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]