Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4102
১.বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-বাংলাদেশ ব্যাংক।
২.বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কবে?
-১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।
৩.বাংলাদেশ ব্যাংক এর পূর্বনাম কি?
-স্টেট ব্যাংক অব পাকিস্তান।
৪.বাংলাদেশ ব্যাংক ভবনের স্থপতি কে?
-শফিউল কাদের।
৫.বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ কত সদস্যের সমন্বয়ে গঠিত?
-৯ সদস্য।
৬.বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি কোথায়?
-মিরপুর।
৭.বাংলাদেশ ব্যাংক ১ বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে?
-একবার।
৮.বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল কত?
-৪ বছর।
৯.বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে?
-অধ্যাপিকা হান্নানা বেগম।
১০.বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী জেনারেল ম্যানেজার, নির্বাহী পরিচালক, ও ডেপুটি গভর্নর কে?
-বেগম নাজনীন সুলতানা।
১১.বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
-মতিঝিল, ঢাকা।

বাংলাদেশ ব্যাংকের শাখা (প্রধান কার্যালয় ব্যতীত)
শাখার নাম – স্বাধীনতা উত্তর কার্যক্রম
মতিঝিল, ঢাকা – ১৬ ডিসেম্বর ১৯৭১
সদরঘাট, ঢাকা – ১৬ ডিসেম্বর ১৯৭১
চট্টগ্রাম – ১৬ ডিসেম্বর ১৯৭১
খুলনা – ১৬ ডিসেম্বর ১৯৭১
রাজশাহী – ১৬ ডিসেম্বর ১৯৭১
বগুড়া – ১৬ ডিসেম্বর ১৯৭১
সিলেট – ২ সেপ্টেম্বর ১৯৮৩
বরিশাল – ১৭ নভেম্বর ১৯৯১
রংপুর – ২৬ ডিসেম্বর ১৯৯১
ময়মনসিংহ – ১৬ জানুয়ারি ২০১৩

বাংলাদেশ ব্যাংকের গভর্ণরবৃন্দ
নাম - মেয়াদকাল
এ এন এম হামিদুল্লা হ – ১৮.০১.১৯৭২ – ১৮.১১.১৯৭৪
এ কে এন আহমেদ – ১৮.১১.১৯৭৪ – ১৩.০৭.১৯৭৬
এম নুরুল ইসলাম – ১৩.০৭.১৯৭৬ – ১২.০৪.১৯৮৭
শেগুফতা বখত চৌধুরী – ১২.০৪.১৯৮৭ – ১৯.১২.১৯৯২
খোরশেদ আলম – ২০.১২.১৯৯২ – ২১.১১.১৯৯৬
লুৎফর রহমান সরকার – ২১.১১.১৯৯৬ – ২১.১১.১৯৯৮
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন – ২৪.১১.১৯৯৮ – ২২.১১.২০০১
ড.ফখরুদ্দিন আহমেদ – ২৯.১১.২০০১ – ৩০.০৪.২০০৫
ড.সালেহ উদ্দিন আহমেদ – ২০.০৫.২০০৫ – ৩০.০৪.২০০৯
ড.আতিউর রহমান – ০১.০৫.২০০৯ – ১৫.০৩.২০১৬
ফজলে কবির – ২০.০৩.২০১৬ - বর্তমান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    13 Views
    by mun
    0 Replies 
    4595 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4861 Views
    by bdchakriDesk
    0 Replies 
    438 Views
    by bdchakriDesk
    0 Replies 
    683 Views
    by tamim

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]