Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4099
১.কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
-৪ ডিগ্রি সেন্টিগ্রেড
ব্যাখ্যা: ৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
২.প্রেসার কুকারে পানির স্ফটনাঙ্ক –
-বেশি হয়
ব্যাখ্যা: অধিক তাপমাত্রায় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।
৩.সিএনজি এর অর্থ –
-কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা: বর্তমানে এটি বহুলভাবে যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
৪.নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
-নিউরন
৫.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
-লোহা
ব্যাখ্যা: জড় মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না তাই শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
৬.রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
-অক্সিজেন পরিবহন করা
ব্যাখ্যা: রক্তে হিমোগ্লোবিনের কাজ হল অক্সিজেন পরিবহন করা।
৭.রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে, অগ্নিতে –
-অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
ব্যাখ্যা: যে কোন বস্তু দহনের জন্য অক্সিজেন আবশ্যক।
৮.মস্তিষ্কে ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের –
-এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
ব্যাখ্যা:মস্তিষ্কের কার্যকরী একক হলো নিউরন।
৯.পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণূতে –
-ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
ব্যাখ্যা: পরমানুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে।
১০.আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় –
-অতিমাত্রায় বিদ্যুৎপ্রবাহ জনিত দূর্ঘটনা রোধের উদ্দেশ্যে
১১.মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
-৭৩%
১২.মূল নাই কোন উদ্ভিদে?
-মসবর্গীয় উদ্ভিদের
১৩.রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
-মৃদু রঞ্জন রশ্মি
১৪.ল্যাপটপ কি?
-ছোট কম্পিউটার
ব্যাখ্যা: ল্যাপটপ হলো ছোট কম্পিউটার।
১৫.এসবেসটস কি?
-অগ্নিনিরোধক খনিজ পদার্থ
ব্যাখ্যা: এসবেসটস হলো অগ্নিনিরোধক খনিজ পদার্থ।
১৬.পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
-বায়ুর চাপ কম থাকার কারণে
ব্যাখ্যা: ভূপৃষ্ঠ হতে যত উপরে ওঠা হয় তত বায়ুর চাপ কমতে থাকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    208 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1309 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1049 Views
    by sajib
    0 Replies 
    736 Views
    by kajol

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]