Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4098
১.চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
-মনসামঙ্গল
ব্যাখ্যা: মনসামঙ্গল – চাঁদ সওদাগর, বেহুলা।
২.’ইউসুফ-জুলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন –
-শাহ মুহম্মদ সগীর
৩.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?
-কমেডি অব এররস
ব্যাখ্যা: ভ্রান্তিবিলাস – শেক্সপিয়রের কমেডি অব এররস এর বাংলা রূপ।
৪.কখনো উপন্যাস লেখেনি –
-সুধীন্দ্রনাথ দত্ত
৫.’দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা –
-আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা: আখতারুজ্জামান ইলিয়াস এর গল্পগ্রন্থ ‘দুধেভাতে উৎপাত’।
৬.রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র?
-কৃষ্ণকান্ত্রের উইল-চোখের বালি – চরিত্রহীন
৭.প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন –
-অশোক মুখোপাধ্যায়
ব্যাখ্যা: প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়।
৮.’হ্ম’ এর বিশিষ্ট রূপ –
-হ+ম
ব্যাখ্যা: হ+ম=হ্ম।
৯.আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি করেছে –
-ঈশ্বরী পাটনী
ব্যাখ্যা: অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র ঈশ্বর পাটনীর প্রার্থনা।
১০.’পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ-
-পর্তুগিজ
১১.সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন –
-শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
১২.শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন –
-স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
১৩.’প্রাতরাশ’ এর সন্ধি –
-প্রাত: +আশ
১৪.রামগরুড়ের ছানা কথাটির অর্থ –
-গোমড়ামুখো লোক
১৫.যে পদে বাক্যের ক্রিয়াপদটি গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় –
-ক্রিয়া বিশেষণ
১৬.নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
-ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
ব্যাখ্যা: মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসবে।
১৭.’বামেতর’ শব্দটির অর্থ –
-ডান
১৮.নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে –
-শ্রদ্ধাস্পদাসু
১৯.নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ –
-সঞ্চয়ের প্রবৃত্তি
ব্যাখ্যা: নিরানব্বইয়ের ধাক্কা: এমনই তার নিরানব্বইয়ের ধাক্কা যে, ছেলের অসুখেও সে টাকা খরচ করতে চায় না।
২০.যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় –
-নিত্য সমাস
ব্যাখ্যা: নিত্য সমাসের উদাহরণ: কালসাপ – বিষাক্ত কাল (যম) তুল্য যে সাপ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1431 Views
    by sajib
    0 Replies 
    997 Views
    by kajol
    0 Replies 
    399 Views
    by tasnima
    0 Replies 
    542 Views
    by mousumi
    0 Replies 
    355 Views
    by raihan

    নাসিম ওসমান মডেল হাই স্কুল এন্ড কলেজ, বন্দর, নারায[…]

    মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদী এর […]

    বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কা[…]

    সর্বশেষ সরকারি ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কু[…]