Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#4076
b. Macbeth: (1605-1606)
কাহিনী সংক্ষেপ: ম্যাকবেথ শেক্সপিয়রের সর্বাপেক্ষা ক্ষুদ্রাকার ট্রাজেডি। স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যার পূর্ব এবং পরবর্তী ঘটনাপঞ্জি এ নাটকের মূল উপজীব্য বিষয়। নাটকের শুরুতে স্কটল্যান্ডকে নরওয়ের সাথে যুদ্ধরত দেখা যায়। শেক্সপিয়রের ট্রাজেডির সব নায়িকার মধ্যেই যে মহীয়সী রূপের প্রকাশ দেখতে পাই, লেডি ম্যাকবেথের মধ্যে তা পাই নাই। ম্যোকবেথ সাহসী বীর কিন্তু মানসিক দিকে থেকে কিছুটা দূর্বল, তাই স্ত্রীর কথায় সে চালিত হয়। লেডি ম্যাকবেথের প্ররোচনায় সে খুন করে রাজাকে। তারপর সিংহাসনের অধিকার করে। কিন্তু শেষ পর্যন্ত তাদের মৃত্যুবরণ করতে হয়। লেডি ম্যাকবেথের চরিত্রের মধ্যে পাপের পূর্ন প্রকাশ ঘটলেও তার চরিত্রে অসাধারণ দৃঢ়তা, অদম্য, তেজ, দৃপ্ত ভঙ্গি, মনোবল আমাদের মুগ্ধ করে। তার প্রতিটি কাজের পেছনে ছিল উচ্চাছা। কোনো নীচুতার স্পর্শ নেই সেখানে।
Macbeth নাটকের বিখ্যাত কিছু চরিত্র
(I) King Duncan (Scotland এর রাজা; তার পুত্রের নাম Malcolm)
(II) Three Witches (৩ ডাইনি; ম্যাকবেথকে তারা তিনটি ভবিষ্যৎবাণী করেন)
(III) Macbeth (A brave general+ protagonist of the play)
(IV) Lady Macbeth (wife of Macbeth, তাকে Super-witch ও বলা হয়। )
(V) Banquo (Macbeth এর সহযোদ্ধা)
(VI) Macduff (a nobleman)
Macbeth নাটকের কিছু বিখ্যাত উক্তি
-Fair is foul, foul is fair,
Hover though the fog and filthy air. (অর্থাৎ ভালো মোদের মন্দ, মন্দ মোদের ভালো’ – নাটকের শুরুতে তিন ডাইনি এই গানটি গেয়েছিল)
-Your face is a book,
Where man may read strange matters. (তোমার চেহারা একটা বইয়ের মতো হয়ে গেছে, যেখানে মানুষ সন্দেহজনক কিছু খুঁজে পাবে)
-Look like an innocent flower,
But be the serpent under it. (সর্প হয়ে দংশন কর, ওঝা হয়ে ঝাড়ো)
(Macbeth কে Lady Macbeth এর পরামর্শ)
-Here is still the smell of blood.
All the Perfumes of Arabia will not sweeten this little hand.
(এখনো আমার হাতে রক্তের ঘ্রাণ রয়ে গেছে। সমগ্র আরব জাহানের সুবাস আমার এই ছোট হাতকে সুবাসিত করতে পারবে না)- Lamentation of lady Macbeth.
-Life is but a walking shadow. (এটি Metaphor এর উদাহরণ)
- জীবন একটা চলমান ছায়া-(Macbeth)
-Life is a tale, told by an idiot, (এটিও Metaphor এর উদাহরণ)
Full of sound and fury – (এটি famous soliloquy of Macbeth)
Signifying nothing (জীবন একটা নির্বোধের বলা গল্প, অন্তসারশূন্য)

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]