Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4061
১.বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ –
-ক্লোরোফ্লোরো কার্বন
ব্যাখ্যা: বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে ক্লোরোফ্লোরো কার্বন নামক গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ।
২.ড্রাই আইস হলো –
-কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড
৩.কোন জলজ জীবটি বাতাসে নি:শ্বাস নেয়?
-শুশুক
ব্যাখ্যা: শুশুক বা ডলফিনের কোনো ফুলকা নেই।
৪.ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়, সেটি হলো –
-চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
ব্যাখ্যা: অগ্ন্যাশয় হতে নি:সৃত ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
৫.কম্পিউটার ভাইরাস হলো –
-এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
ব্যাখ্যা: কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
৬.এনজিওপ্লাস্টি হচ্ছে -
-হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
ব্যাখ্যা: এনজিওপ্লাস্টি হলো হৃদরোগের একটি চিকিৎসা পদ্ধতি।
৭.দূষিত বাতাসে কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
-কার্বন মনোক্সাইড
ব্যাখ্যা: হিমোগ্লোবিনের প্রধান কাজ অক্সিজেন পরিবহন করা।
৮.যে সব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় –
-আইসোটোপ
৯.স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে ---
-৪ ডিগ্রি সেন্টিগ্রেড
১০.মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
-ভূ-পৃষ্ঠে
ব্যাখ্যা: মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি।
১১.নিউট্রন আবিষ্কার করেন ---
-চ্যাডউইক
ব্যাখ্যা: নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক।
১২.যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় ---
-আইসোটন
১৩.উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র –
-ট্যাকোমিটার
ব্যাখ্যা: ট্যাকোমিটার হলো উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র।
১৪.ভূমিকম্প নির্নায়ক যন্ত্র –
-সিসমোগ্রাফ
ব্যাখ্যা: ভূমিকম্প নির্নায়ক যন্ত্র এর নাম সিসমোগ্রাফ।
১৫.রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় –
-রঞ্জন রশ্মি
১৬.সূর্যে শক্তি উৎপন্ন হয় –
-পরমাণূর ফিউশন পদ্ধতিতে
১৭.পেনিসেলিয়াম আবিষ্কার করেন ---
-আলেকজান্ডার ফ্লেমিং
ব্যাখ্যা: পেনিসিলিন নামক ছত্রাক থেকে পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং।
১৮.ডেঙ্গু জ্বরের বাহক –
-এডিস
১৯.আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ---
-গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবজগতকে বাঁচায়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    207 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1305 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1028 Views
    by sajib
    0 Replies 
    712 Views
    by kajol

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]