Page 1 of 1

ফুটবল ও ক্রিকেট সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন

Posted: Sun Nov 01, 2020 3:19 pm
by Nipaphysics
১.বাংলাদেশের ফুটবল ফেডারেশন কবে গঠিত হয়?
=১৫ জুলাই ১৯৭২।
২.বাংলাদেশ কবে ফিফার সদস্যপদ লাভ করে?
=১ জানুয়ারি ১৯৭৬।
৩.বাংলাদেশ কবে এশিয়ান ফুটবল কনফেডারেশন এর সদস্যপদ লাভ করে?
=১৯৭৩ সালে।
৪.ফেডারেশন কাপ ফুটবল কবে শুরু হয়?
=১৯৮০ সালে।
৫.১৯৮০ সালে প্রথম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল?
=মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব যৌথভাবে।
৬.উপমহাদেশের প্রথম এবং এশিয়ার অষ্টম দেশ হিসেবে বাংলাদেশে কবে পেশাদার ফুটবল লিগ অনুষ্ঠিত হয়?
=২ মার্চ – ১ আগস্ট ২০০৭।
৭.বি-লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল?
=আবাহনী লিমিটেড।
৮.স্বাধীনতা উত্তর বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক কে?
=জাকারিয়া পিন্টু।
৯.আগা খান গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা কবে থেকে শুরু হয়?
=১৯৫৮ সাল থেকে।
১০.প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল প্রতিযোগীতা কবে থেকে শুরু হয়?
=১৯৮১ সাল থেকে।
১১.বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগীতা কবে থেকে শুরু হয়?
=১৯৯৬ সালে।
১২.বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে?
=১৯৮৬ সালে।
১৩.বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমি কবে কোথায় উদ্বোধন করা হয়?
=৬ মার্চ ২০১২; সিলেট।
১৪.বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ কে?
=ওয়ার্নার বেকেলহফট (জার্মানি)।
১৫.২০১১ সালের বিশেষ অলিম্পিকে ফুটবলের স্বর্নবিজয়ী কোন দেশ?
=বাংলাদেশ।
১৬.বাংলাদেশ কবে আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয়?
=২৬ জুলাই ১৯৭৭।
১৭.ক্রিকেট ব্যাট তৈরি করতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
=উইলো গাছ।
১৮.বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়?
=১৯৭৩ সালে।
১৯.BCB এর পূর্ণরূপ কি?
=Bangladesh Cricket Bord.
২০.BCB এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
=ঢাকা।