Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4036
১.কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
-ইনসুলিন
২.কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
-লৌহ
ব্যাখ্যা: স্থিতিস্থাপক গুনাংক = পীড়ন/বিকৃতি।
৩.কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
-এলুমিনিয়াম
ব্যাখ্যা: যে সকল পদার্থ চম্বুক দ্বারা আকর্ষিত হয়, তাদের চৌম্বক পদার্থ বলে।
৪.যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
-দর্পণ
ব্যাখ্যা: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।
৫.রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
-মাইক্রোওয়েভ
ব্যাখ্যা: রাডারে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
৬.মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরষ্কার পান?
-হেস
ব্যাখ্যা: বিজ্ঞানী হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন।
৭.তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
-লাউড স্পিকার
৮.সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
-ফ্যাদোমিটার
ব্যাখ্যা: ফ্যাদোমিটার হলো সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র।
৯.কম্পিউটার কে আবিষ্কার করেন?
-হাওয়ার্ড আইকিন
১০.কোনটি তেজস্ত্রিয় পদার্থ নয়?
-লোহা
১১.ওজনস্তরের ফাটলের জন্য মুখ্যত: দায়ী কোন গ্যাস?
-ক্লোরো ফ্লোরো কার্বন
১২.কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা জন্য বণঞ্চিল প্রয়োজন মোট ভূমির –
-২৫ শতাংশ
১৩.মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?
-২৩ জোড়া
১৪.কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়?
-রেনিন
ব্যাখ্যা: জারক রসের রেনিন পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়।
১৫.ভায়াগ্রা কি?
-নতুন একটি ঔষুধ
ব্যাখ্যা: ভায়াগ্রা হলো যৌন উত্তেজক ঔষধ।
১৬.কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
-মাইক্রোসফট
ব্যাখ্যা: মাইক্রোসফট বিশ্বের বৃহত্তম সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
১৭.প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় –
-মিথেন
ব্যাখ্যা: প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় বায়োগ্যাস উৎপন্ন হয়।
১৮.ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
-ডলি
১৯.বহুমুত্র রোগে কোন হরমোনের দরকার?
-ইনসুলিন
ব্যাখ্যা: ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    223 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1343 Views
    by bdchakriDesk
    0 Replies 
    13 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1190 Views
    by sajib
    0 Replies 
    820 Views
    by kajol

    ডেভেলপার কোম্পানীতে দীর্ঘদিনের অভিজ্ঞ সিভিল ইঞ্জিন[…]

    বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (স্কুল এন্ড কলেজ) শেরে[…]

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]