Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4035
১.কোনটি উপন্যাস?
-কন্যা কুমারী
ব্যাখ্যা: কন্যাকুমারী – উপন্যাস – আব্দুর রাজ্জাক।
২.লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
-দৌলত কাজী
ব্যাখ্যা: লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হলেন দৌলত কাজী।
৩.সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
-শেখ আব্দুর রহিম
ব্যাখ্যা: ১৮৮৯ সালে শেখ আব্দুর রহিম সম্পাদনায় সাপ্তাহিক সুধাকর প্রকাশিত হয়।
৪.’মাসিক মোহাম্মদী’ কোন সালে প্রকাশিত হয়?
-১৯২৭ সালে
ব্যাখ্যা: মোহাম্মদ আকরাম খা সম্পাদিত পত্রিকা ‘মোহাম্মদী’।
৫.ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
-ক্রান্তি
৬.গ্রিক শব্দ কোনটি?
-দাম
ব্যাখ্যা: দাম একটি গ্রীক শব্দ।
৭.বাংলা ভাষায় কয়টি উপসর্গ আছে?
-একুশ
ব্যাখ্যা: বাংলা উপসর্গ ২১ টি।
৮.কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
-কল্লোল
৯.শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের সংলাপ?
-সমাপ্তি
১০.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
-বঙ্গভাষা ও সাহিত্য
১১.কত সালে শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিনী পদক পান?
-১৯২৩ সালে
ব্যাখ্যা: ১৯২৩ সালে শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিনী পদক পান।
১২.রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
-গৌড়িয় ব্যাকরণ
ব্যাখ্যা: রাজা রামমোহন রায় ১৯২৬ সালে ইংরেজিতে একটি বাংলা ব্যাকরণ রচনা করেন।
১৩.’মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
-মাছ+উয়া>ও
১৪.কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
-পর+পর=পরস্পর
ব্যাখ্যা: যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
১৫.প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে –
-উপমেয়
ব্যাখ্যা: প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় বলে।
১৬.বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?
-রামনারায়ণ তর্করত্ন
১৭.আমি কিংবদন্তির কথা বলছি – এর রচয়িতা কে?
-আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা: আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ এর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
১৮.পাখি সব করে রব রাতি পোহাইল- পঙক্তিটির রচয়িতা –
-মদনমোহন তর্কালংকার
১৯.জীবনের জ্যাঠামি ও সাহিত্যের ন্যাকামি’ সহ্য করতে পারতেন না –
-প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের প্রবর্তক।
২০.এ মাটি সোনার বাড়া – এ উদ্বতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
-বিশেষণের অতিশায়ন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1069 Views
    by sajib
    0 Replies 
    754 Views
    by kajol
    0 Replies 
    315 Views
    by tasnima
    0 Replies 
    432 Views
    by mousumi
    0 Replies 
    265 Views
    by raihan

    পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী আবশ্যক (সরাসরি […]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এম.পি.ও […]

    আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর নিম্ন বর্ণিত শূণ্য পদে আ[…]

    সরকারি বিধি মোতাবেক গুলশান কমার্স কলেজে নিম্নবর্ণি[…]