Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4008
১.’আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে?
-কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা: কাজী ইমদাদুল হক এর বিখ্যাত উপন্যাস ’আবদুল্লাহ’।
২.বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
-দুর্গেশ নন্দিনী
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী।
৩.বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
-১১টি
৪.বাংলা সাহিত্যের আদি কবি কে?
-লুইপা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি কবি লুইপা।
৫.তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
-সাধু রীতি
৬.’চাচা কাহিনী’র লেখক কে?
-সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: সৈয়দ মুজতবা আলীর রম্য গল্প ’চাচা কাহিনী’।
৭.বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
-রাজা রামমোহন রায়
৮.ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
-সাত সাগরের মাঝি
ব্যাখ্যা: ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝি।
৯.প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?
-শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা: তিনি ছিলেন প্রথম বাঙালি মুসলিম কবি।
১০.শ্রী কৃষ্ণকীর্তন রচয়িতা কে?
-বড়ু চন্ডীদাস
ব্যাখ্যা: শ্রী কৃষ্ণকীর্তন কাব্য পুথিটির রচয়িতা বড়ু চন্ডীদাস।
১১.মুসলিম নারী জাগরণের কবি –
-বেগম রোকেয়া
ব্যাখ্যা: মুসলিম নারী জাগরণের কবি বেগম রোকেয়া।
১২.বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
-ফুলমণি ও করুনার বিবরণ
১৩.কবি আলাওলের জন্মস্থান কোনটি?
-চট্টগ্রামের জোবরা
১৪.অনল প্রবাহ রচনা করেন কে?
-সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
ব্যাখ্যা: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অনল প্রবাহ’।
১৫.অগ্নীবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি?
-প্রলয়োল্লাস
১৬.বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
-সবুজপত্র
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের বিশেষ উল্লেযোগ্য সাহিত্য পত্রিকা ‘সবুজপত্র’।
১৭.’জৈনিক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
-জন+এক
১৮.বাক্যের তিনটি গুণ কি কি?
-আকাঙ্খা, আসক্তি, ও যোগ্যতা
১৯.একাত্তরের চিঠি কোন ধরনের রচনা?
-মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন ‘একাত্তরের চিঠি’।
২০.বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৫ সালে
২১.সমাস ভাষাকে কি করে?
-সংক্ষেপ করে
ব্যাখ্যা: সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ করা।
২২.’সনেট’ কবিতার প্রবর্তক কে?
-মাইকেল মধূসুদন দত্ত
ব্যাখ্যা: ’সনেট’ কবিতার প্রবর্তক হলেন মাইকেল মধূসুদন দত্ত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1029 Views
    by sajib
    0 Replies 
    712 Views
    by kajol
    0 Replies 
    300 Views
    by tasnima
    0 Replies 
    417 Views
    by mousumi
    0 Replies 
    256 Views
    by raihan

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]