Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3997
১২০.বিশ্বের দীর্ঘতম সীমান্ত দুটি দেশের? – যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কিমি-আলাস্কার ২৫৪৭ কিমি ছাড়াই)
১২১.দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? – আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫)।
১২২.সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি?- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত (বছরে প্রায় ৫০ কোটি লোক অতিক্রম করে)।
১২৩.সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ কোনিটি? – চীন ও রাশিয়া (১৪ দেশের সাথে সীমান্ত)
১২৪.পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি? – জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কিমি)।
১২৫.দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি? – ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কিমি)।
১২৬.আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? – রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%)
১২৭.কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে? – নেদারল্যান্ড।
১২৮.কোন দেশের তিনটি রাজধানী? – দক্ষিণ আফ্রিকা।
১২৯.দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি? – প্রিটোরিয়া, কেপটাউন, ব্লমফনটেন।
১৩০.সৌরজগৎ প্রথম কে আবিষ্কার করেন? -কোপারনিকাস (১৫৪০)
১৩১.সর্বপ্রথম এভারেস্ট কে জয় করেন? – হিলারী তেনজিং (১৯৫৩)
১৩২.ভারতে গমনের সমুদ্র পথ কে আবিষ্কার করেন? – ভাস্কো দা গামা।
১৩৩.সর্ব প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেন? – জনাকো তাবেই, ১৯৭৫ সালে।
১৩৪.প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে? – ফ্লাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস (১৬৬৮)।
১৩৫.ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিষ্কার করেন? – ক্যাপ্টেন জন স্পেক (১৮৫৬)।
১৩৬.উত্তর মেরু কে আবিষ্কার করেন? – রবার্ট পিয়েরে (১৯০৯)
১৩৭.দক্ষিণ মেরু আবিষ্কার করেন কে? – এমান্ড সেন (১৯১২)
১৩৮.আমেরিকা আবিষ্কার করেন কে? – ইটালিয়ান নাবিক কলম্বাস (১৪৯৮)
১৩৯.পশ্চিম ভারতীয় দীপু পুঞ্জ কে আবিষ্কার করেন? – কলম্বাস (১৪৯২)
১৪০.ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিষ্কার করেন? – ডেভিড লিভিংস্টোন।
১৪১.কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন? – ম্যাগিলান (১৫১৯)
১৪২.গ্রীনল্যান্ড কে আবিষ্কার করেন? – এরিক দি রেড ভাইকিং (৯৮২ সালে)
১৪৩.অস্ট্রেলিয়া কে আবিষ্কার করেন? – উইলিয়াম জ্যাকসন (১৯০৬)
১৪৪.আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? – রাশিয়া
১৪৫.হংকং বর্তমানে কোন দেশের সাথে একীভূত আছে? – চীন।
১৪৬.বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা? – মায়ানমার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]