Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#3983
Shakespeare এর বিখ্যাত Tragedies:
(a)Hamlet: (1600-1601 সালে রচিত)
Hamlet শব্দের আভিধানিক অর্থ –
“A small village that doesn’t have its own church”
কাহিনী সংক্ষেপ:
শেক্সপিয়রের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে তার হ্যামলেট নাটকে। ডেনমার্ক সাম্রাজ্যের পটভূমিতে রচিত এটি শেক্সপিয়রের সর্ববৃহৎ ট্রাজেডি। ডেনমার্কে রাজহত্যা এবং পুত্রের প্রলম্বিত প্রতিশোধ এ নাটকে উপজীব্য বিষয়। ডেনমার্কের যুবরাজ হ্যামলেট । সবেমাত্র পিতার মৃত্যু হয়েছে। মা তারই কাকাকে বিবাহ করেছে। পিতার মৃত্যুতে শোকাহত হ্যামলেট একদিন রাতে তার কয়েকজন অনুচরসহ পাহারা দিতে দিতে দেখতে পায় হ্যামলেটের পিতার প্রেতমূর্তি। হ্যামলেট পিতার সেই প্রেতমূর্তির সাথে সাক্ষাৎ করতে আসে। সেই প্রেতমূর্তি তাকে বলে তার বাগানে ঘুমানোর সময় তারই ভাই (হ্যামলেটের কাকা) কানের মধ্যে বিষ ঢেলে দেয় আর তাতেই তার মৃত্যু হয়। হ্যামলেট যেন এই মৃত্যুর প্রতিশোধ নেয়। হ্যামলেট বুঝতে পারে তার পিতাকে হত্যা করা হয়েছে। সে উন্মাদের মতো হয়ে ওঠে। তার প্রিয়তমা ওফেলিয়ার সাথে পর্যন্ত এমন আচরণ করে, যা তার স্বভাববিরূদ্ধ। নিজের অজান্তে ওফেলিয়ার পিতা পলোনিয়াসকে হত্যা করে। মানসিক আঘাতে বিপর্যস্ত ওফেলিয়া আত্মহত্যা করে। আর হ্যামলেট আত্ম দন্দ্বে ক্ষত বিক্ষত হতে থাকে। সে শুধু তার পিতার হত্যাকারীকেই হত্যা করতে চায় না সে চায় রাজপ্রাসাদের সব পাপ কলুষতা দূর করতে। ষড়যন্ত্রের জাল চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যামলেটের কাকা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চায় কিন্তু সেই বিষ পান করে মারা যান তার মা। ক্রদ্ধ হ্যামলেট তরবারির আঘাতে হত্যা করে তার কাকাকে। কিন্তু নিজেও বিষাক্ত ছুরির ক্ষতে নিহত হন। হ্যামলেটের এই মৃত্যু এক বেদনাময় গভীর অনুভূতির স্তরে নিয়ে যায়। হ্যামলেট নাটকে ৭টি Soliloquy রয়েছে। Hamlet শব্দের আভিধানিক অর্থ –
“A small village that doesn’t have its own church”
Hamlet নাটকের বিখ্যাত কিছু চরিত্র:
(I) King Hamlet (ডেনমার্কের রাজা)
(II) Prince Hamlet (পুত্র+ protagonist/central character, জার্মানির wittenberg বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন)
(III) Gurtrude (মা) – বিষপানে মারা যায়।
(IV) Horatio (হোরাশিও; হেমলেটের বন্ধু)
(V) Claudius (চাচা) – হ্যামলেট এর ছুরিকাঘাতে মারা যান।
(VI) Ophelia (নায়িকা ওফেলিয়া) – পানিতে ডুবে মারা যায়।
(VII) Laertes (লেয়ার্তেস; polonius son and Ophelia’s brother)
Hamlet নাটকের কিছু বিখ্যাত উক্তি
To be or not to be that is the question. (a soliloquy of Hamlet)
এটি দ্বারা indecisiveness of human mind/মানব মনের সিদ্ধান্তহীনতাকে বুঝানো হয়েছে। এ কারণে বলা হয়ে থাকে Every modern man is a Hamlet.
Frailty, thy name is women. (নারীর অপর নাম অবলা বা দুর্বলতা)
The play is a thing, where I will catch the conscience of the king.
“What a piece of work is a man, how noble in reason, how infinite a faculties, in form and moving how express and admirable, in action how like an angle, in apprehension how like a god!”
Brevity is the soul of wit. (সংক্ষিপ্ত কথাই রসিকতার প্রাণ)
There is nothing either good or bad but thinking makes it so.
(পৃথিবীতে ভালো-মন্দ বলতে কিছু নাই, চিন্তাই ভাল-মন্দ তৈরি করে)
There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in our philosophy. (হোরাশিও, স্বর্গ ও পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না)
Neither a borrower nor a lender be;
For loan oft loses both itself and friend (ধারদাতা ও ধারগ্রহীতা হয়ো না কারণ বন্ধু এবং অর্থ উভয়ই নষ্ট করে)
There is divinity that shapes our end. (ভাগ্যই চূড়ান্ত পরিনথির দিকে নিয়ে যায়)
When sorrows come, they come not single spies but in battalions. (বিপদ একাকি আসে না; সদলবলে আসে)

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]