Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3973
১.কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
-মেরু অঞ্চলে
২.প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
-হীরা
৩.ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
-চৌম্বক ক্ষেত্র হিসেবে
ব্যাখ্যা: ক্যাসেটের ফিতায় চৌম্বক পদার্থের প্রলেপ দেয়া থাকে।
৪.পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
-নিউট্রন ও প্রোটন
৫.অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
-ইনসুলিন
ব্যাখ্যা: অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি।
৬.টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
-সোডিয়াম মনোগ্লটামেট
ব্যাখ্যা: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম সোডিয়াম মনোগ্লটামেট।
৭.তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
-বায়বীয় পদার্থ
৮.ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
--৪০॰
৯.মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
-মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে।
১০.জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে –
-ক্রোমোজোম
ব্যাখ্যা: নিউক্লিয়াসের ভিতর অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত যে সব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ঠ্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে ক্রোমোজোম বলে।
১১.আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
-মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
১২.প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
-বৃষ্টি
১৩.রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়?
-গলগন্ড রোগ নির্নয়ে
ব্যাখ্যা: যে সকল আইসোটোপ তেজক্রিয় তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।
১৪.যখন সূর্য ও পৃথিবীর মদ্যে চাঁদ অবস্থান করে থখন হয় ---
-সূর্যগ্রহণ
১৫.পেট্রোলের আগুণ পানি দ্বারা নেভানো যায় না কারণ –
-পেট্রোল পানির চেয়ে হালকা
ব্যাখ্যা: পেট্রোল পানি অপেক্ষা হালকা তাই পেট্রোলের আগুনে পানি দিলে প্রেট্রোল পানির ওপর ভাসতে থাকে।
১৬.পিসিকালচার বলতে কি বোঝায়?
-মৎস চাষ
১৭.বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে –
-পাশাপাশি দুটো দাঁতের দাগ
ব্যাখ্যা: বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে পাশাপাশি দুটো দাঁতের দাগ।
১৮.কম্পিউটারে কোনটি নেই?
-বুদ্ধি বিবেচনা
১৯.লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ –
-শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
২০.উড়োজাহাজের গতি নির্নায়ক হয় –
-ট্যাকোমিটার
২১.মানবদেহের রক্তচাপ নির্নায়ক যন্ত্র –
-স্ফিগমোম্যানোমিটার
ব্যাখ্যা: স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ পরিমাপক যন্ত্র।
২২.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –
-একই হয়
২৩.তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
-দস্তা
ব্যাখ্যা: পিতল হল তামা ও দস্তার মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু।
২৪.রেক্টিফাইড স্প্রিরিট হলো –
-৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি
২৫.ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
-এডিসন
ব্যাখ্যা: এডসন আবিষ্কার করেন ফনোগ্রাফ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    206 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1303 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1005 Views
    by sajib
    0 Replies 
    696 Views
    by kajol

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]