Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3972
১.বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেযোগ্য গ্রন্থ কার রচনা?
-দীনেশ চন্দ্র সেনগুপ্ত
২.’পদাবলী’র প্রথম কবি কে?
-বিদ্যাপতি
ব্যাখ্যা: পদাবলির প্রথম কবি হলেন বিদ্যাপতি।
৩.ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন?
-সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ= সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৪.দোভাষী পুথি বলতে কি বোঝায়?
-কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি
৫.সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৬.রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
-রক্তকরবী
৭.কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
-আনন্দময়ী আগমনে
৮.কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
-বাউন্ডেলের আত্মকাহিনী
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হলো বাউন্ডেলের আত্মকাহিনী।
৯.সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-মোহাম্মদ নাসির উদ্দীন
১০.সাত সাগরের মাঝি কাব্য গ্রন্থটির কবি কে?
-ফররুখ আহমেদ
ব্যাখ্যা: সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ এর একটি কাব্যগ্রন্থ।
১১.পথের দাবি উপন্যাসের রচয়িতা কে?
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর একটি উপন্যাস।
১২.’অপলাপ’ শব্দের অর্থ কি?
-অস্বীকার
১৩.পদ বা পদাবলী বলতে কি বোঝায়?
-বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
১৪.’বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ কারা রচনা করেন?
-মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামে দুটি গ্রন্থ আছে।
১৫.কোনটি সঠিক?
-পথের দাবি (উপন্যাস)
১৬.কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী গ্রন্থ?
-মরু ভাস্কর
ব্যাখ্যা: মরু ভাস্কর হযরতের জীবনী গ্রন্থ।
১৭.পদাবলী লিখেছেন –
-রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী রচনা করেন।
১৮.বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে?
-আহমদ শরীফ
ব্যাখ্যা: আহমদ শরীফ সম্পাদিত অভিধান গ্রন্থ - বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান।
১৯.ভিক্ষুকরা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ ! এই বাক্যের কী এর অর্থ –
-বিরক্তি
২০.ঢাকের কাঠি বাগধারার অর্থ –
-তোষামুদে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1160 Views
    by sajib
    0 Replies 
    800 Views
    by kajol
    0 Replies 
    332 Views
    by tasnima
    0 Replies 
    454 Views
    by mousumi
    0 Replies 
    285 Views
    by raihan

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]

    জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলা[…]