Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#3906
15.গ্যালিলিও গ্যালিলেই: (Galileo Galilei; 1564-1642)
আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক।
ইতালিয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ ও দার্শনিক।
Galileo has been called the “father of observational astronomy”, the “father of modern physics”, and the “father of science.”
He played a major role in the scientific revolution during the Renaissance.
তিনি দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করেন এবং বৃহস্পতি গ্রহের সন্ধান খুজে পান।
His contributions to observational astronomy include the telescopic confirmation of the phase of Venus, the discovery of the four largest satellites of Jupiter (named of Galilean moons in his honour)
বিখ্যাত উক্তি- সূর্য পৃথিবীর চারদিকে নয় বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তবে এ কথাটি খ্রিষ্ট্রপূর্ব ৩য় অব্দে জ্যোতির্বিদ অ্যারিস্টকার্স প্রথম বলেছিলেন)

16. William Shakespeare: (1564-1616)
Birth: 23 April 1564 (মতান্তরে 26 April)
Death: 23 April 1616 (৫২ বছর বয়সে)
Birth Place: Stratford-upon-Avon
এই শহরটি Warwickshire এ অবস্থিত; এভ্যন একটি নদীর নাম।
Titles:
National poet of England
The greatest dramatist
The greatest superstar of the world
King without Crown (মুকুটবিহীন সম্রাট)
The Bard of Avon (এভ্যনের bard/কবি)
(যেমন মাইকেল মধূসুদন দত্তকে কপোতাক্ষের কবি বলা হয়)

William Shakespeare কে poet of Human Nature হিসেবে আখ্যায়িত করেছেন Dr. Samuel Johnson.
Shakespeare এর Nickname হলো : The Swan of Avon
Father: John Shakespeare (তিনি একজন শিল্পী হিসেবে পরিচিত)
Mother: Mary Arden Shakespeare (W. Shakespeare তাদের চতুর্দশ সন্তান)
Wife: Anne Hathaway (8 years senior to Shakespeare-18:26); বিয়ে করেন ১৫৮২ সালে। অ্যানির গর্ভে শেক্সপিয়রের তিনটি সন্তান হয়েছিল। এরা হলেন কন্যা সুসান এবং হ্যামনেট ও জুডিথ নামের দুই জমজ। বিয়ের ৬ মাস পরেই সুশানের জন্ম হয়েছিল।
পেশাগত জীবনে তিনি একজন Actor ছিলেন; নাটক করতেন Globe Theater এ। Shakespeare কে Trinity Church এ সমাহিত করা হয়।
Francis Meres নামক এক আইনজীবি ১৫৯৮ সালে শেক্সপিয়রকে Britain’s greatest dramatist হিসেবে ঘোষণা করেন।

Shakespeare was famous for:
i. 37 plays ( মতান্তরে ৩৮টি; ২৫টি রাণীর জীবদ্দশায়, বাকিগুলো Jacobean period এ রচিত)
ii. 154 sonnets
iii. 2 long narrative poems (বর্ণনামূলক /আখ্যান কবিতা)
তিনি Jacobean period এ অনেক গুরুত্বপূর্ণ নাটক লিখলেও তাকে Elizabethan Period এর নাট্যকারই বলা হতো।
Henry (VI) শেক্সপিয়রের প্রথম নাটক । তবে এ নাটকে ক্রিস্টোফার মার্লোর বিপুল প্রভাব থাকায় নাটকটির মৌলিকত্ব হারায়।

Shakespeare wrote four types of play:
(I) Tragedy (12টি)
(II) Comedy (15টি)
(III) Tragi-Comedy (Tragi-Comedy এর প্রবর্তক ছিলেন Shakespeare নিজেই)
(IV) Historical play
His each play consists of five acts.
(Act: major divition of the action of a play)
Shakespeare composed much of his plays in iambic pentameter.
Soliloquy means –স্বগতোক্তি; a speech by an actor on a lonely stage.
Soliloquy তে অভিনেতার মনের কথা শ্রোতা শুনতে পায়।
Aside means একান্তরে a brief comment by a character addressing the audience, unheard by other Characters.
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]