Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#3902
একাধিক প্রথমের সাক্ষী হওয়ার অপেক্ষায় থাকা ২০২২ কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা। ঘোষিত সূচি অনুসারে ১২ দিনের গ্রুপ পর্বের খেলায় প্রতিদিন ১১ ঘন্টা সময়ের মধ্যে হবে চারটি করে ম্যাচ। ২৮ দিনব্যাপী চলা কাতার বিশ্বকাপ এ গ্রুপ পর্ব ও রাউন্ড অব সিক্সটিনের মধ্যে কোনো বিরতি নেই।
উদ্বোধনী ম্যাচ: ২১ নভেম্বর ২০২২; আল বাইত স্টেডিয়াম।
ফাইনাল: ১৮ ডিসেম্বর ২০২২; লুসাইল স্টেডিয়াম।
খেলা অনুষ্ঠানের সময়: গ্রুপ পর্বের দিনের চারটি ম্যাচ রাখা হয় কাতারের স্থানীয় সময় ১টা, ৪টা, ৭টা ও রাত ১০ টায়।
বাংলাদেশের সময় যথাক্রমে বিকাল ৪টা, স্বন্ধ্যা ৭টা ও রাত ১০ টা ও রাত ১ টায়। গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলো ও নক আউট পর্বের ম্যাচগুলো হবে স্বন্ধ্যা ৬ টায় ও রাত ১০ টায়। বাংলাদেশ সময় রাত ৯ টায় ও রাত ১ টায়। সেমি ফপাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ১০ টায়। বাংলাদেশের সময় রাত ১ টায়। আর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে স্বন্ধ্যা ৬ টায়। বাংলাদেশের সময় রাত ৯টায়।

কাতার বিশ্বকাপ ২০২২
নভেম্বর-ডিসেম্বর হতে যাওয়া প্রথম বিশ্বকাপ।
মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বিশ্বকাপ।
বিশ্বকাপের খেলার আয়োজন করতে যাওয়া আটটি স্টেডিয়ামের সবকটিই কাতারের রাজধানী দোহার আশেপাশে অবস্তিত। মোটে ৩০ মাইল ব্যাসার্ধের মধ্যে।
৩২ দল নিয়ে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ। ২০১৬ সাল থেকে ভিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ, যার প্রথমটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

    হাজী শরীয়তউল্লাহ কলেজ, সখিপুর, শরীয়তপুর এর জন্য […]

    শাকনাইট মোহন মাখন (এম.এম) উচ্চ বিদ্যালয়, পোঃ নবীন[…]

    সর্বশেষ সরকারি বিধি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, […]

    ফাতেমা গার্লস হাই স্কুল, গ্রাম: মুরাদপুর, ডাকঘর: ত[…]