Page 1 of 1

পৃথিবীর বিখ্যাত খাল ও জলপ্রপাত

Posted: Wed Oct 21, 2020 3:32 pm
by Coxalamgir92
গ্রান্ড খাল
পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল এবং দীর্ঘতম খাল হচ্ছে চীনের গ্রান্ড খাল। এর দৈর্ঘ্য ১৭৭৬ কি.মি।
সুয়েজ খাল
এই খাল খননের ফলে ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সংযোগ স্থাপন হয়েছে। এই খালটি আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে। খালটির পশ্চিম পারে মিশরের প্রায় পুরো অংশ এবং পূর্ব পারে মিশরের সিনাই উপদ্বীপ ও শারম আল শেখ অবস্থিত। এই খাল খননের ফলে জলপথে এশিয়ার সাথে ইউরোপের দূরত্ব অনেক কমে আসে। ১৯৫৯ খ্রিষ্ট্রাব্দে সুয়েজ খালের খনন এর কাজ শুরু হয় এবং পুরো খননকাজে ১০ বছর সময় লাগে। ১৮৬৯ সালে এর খনন শেষ হয় । ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডি খালটি খনন করেন। ১৮৬৯ সালে খালটির উদ্বোধন করা হয়। ১৯৬৭ সালে তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধের কারনে সাময়িকভাবে এই খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ১৯৭৫ সালে ফের জাহাজ চলাচল শুরু হয়।
পানামা খাল
পৃথীবির গভীরতম এবং প্রশস্ততম খাল হচ্ছে পানামা খাল। এর গড় গভীরতা ১৪ মিটার এবং প্রশস্ততা ৯১ মিটার। ১৯০৪ সালে পানামা খালের খননকাজ শুরু হয় এবং ১৯১৪ সালে খালটি উদ্বোধন করা হয়। পানামা খালের খনন কাজ করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র এই খালটি পানামার কাছে হস্তান্তর করে।
খাল – অবস্থান
কিয়েল খাল – জার্মানি
প্রিন্সেস জুলিয়ানা খাল – হল্যান্ড
গোটা খাল – সুইডেন
এলকটেড খাল – জার্মানি

জলপ্রপাত
উর্ধ্বগতি অবস্থায় নদীর পানি যদি পর্যায়ক্রমে নরম শিলার ওপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে কোমল শিলাস্তরটিকে বেশি পরিমাণে ক্ষয় করে ফেলে। এর ফলে নরম শিলাস্তরের তুলনায় কঠিন শিলাস্তর অনেক ওপরে অবস্থান করে এবং পানি খাড়াভাবে নিচের দিকে পড়তে থাকে। পানির এরূপ পতনকে জলপ্রপাত বলে।
নাম – অবস্থান – বিশেষণ
অ্যাঞ্জেলস – ভেনিজুয়েলা – বিশ্বের উচ্চতম জলপ্রপাত
ভিক্টোরিয়া – জিম্বাবুয়ে, জাম্বিয়া – আফ্রিকা এবং পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত
গুয়ারিয়া – ব্রাজিল – পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম
নায়াগ্রা – যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে
স্ট্যানলি ও লিভিংস্টোন – কঙ্গো
স্টবাক – সুইজারল্যান্ড
ইগুয়াজু জলপ্রপাত – ব্রাজিল – বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি
তুগেলা জলপ্রপাত – দক্ষিণ আফ্রিকা
ছুতেছ দে কহনে – লাওস – বিশ্বের প্রশস্ততম জলপ্রপাত