Page 1 of 1

আজকের সাধারণজ্ঞান পত্রিকা থেকে সংগৃহীত (২০ অক্টোবর, ২০২০)

Posted: Wed Oct 21, 2020 2:33 pm
by romen
বাংলাদেশ বিষয়াবলী
০১. পদ্মা সেতুর ৩৩তম স্প্যান কবে স্থাপন করা হয়?
উত্তরঃ ১৯ অক্টোবর, ২০২০.
## দৃশ্যমান - ৪ হাজার ৯৫০ মিটার (৪.৯৫ কিলোমিটার)।
## ৩২তম স্প্যান বসানো হয় - ১১ অক্টোবর, ২০২০.
০২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কতটি বিভাগ রয়েছে?
উত্তরঃ ৮৪টি।
## ইন্সিটিউট - ১২টি; গবেষণা ও কেন্দ্র ব্যুরো - ৫৬টি; হল-হোস্টেল - ২৩টি।
## ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত - ১ জুলাই, ১৯২১.
০৩. দেশে বর্তমানে মোট বনভূমির পরিমাণ কত?
উত্তরঃ ৪৬ লাখ ৪৬ হাজার ৭০০ একর।
## তথ্যসূত্রঃ বাংলাদেশ বন অধিদপ্তর।
০৪. ‘৭ মার্চ’ কে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কবে পরিপত্র জারি করে?
উত্তরঃ ১৫ অক্টোবর, ২০২০.
০৫. নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দির সংখ্যা কত?
উত্তরঃ ৩৬৫ জন।
## তথ্যসূত্রঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০৬. করোনার টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি বিশ্বব্যাংকের কাছে কত ডলার চেয়েছে?
উত্তরঃ ৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় - ৪ হাজার ২৫০ কোটি টাকা)।
## করোনা মোকাবেলায় বাংলাদেশকে দেওয়া বিভিন্ন সংস্থার অনুদান-ঋণের হিসাব -
• বিশ্বব্যাংক - ১৬০ কোটি ডলার (এপ্রিলে ১০ কোটি ডলার, জুনে ১৫০ কোটি ডলার)।
• এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক - ১৭ কোটি ডলার (এপ্রিল মাসে)।
• বিভিন্ন দাতার কাছ থেকে আরও পাওয়া যাবে - সোয়া ২০০ কোটি ডলার।
০৭. ‘গাঙচিল’ উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ ওবায়দুল কাদের, বাংলাদেশের বর্তমান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী।
## তাঁর এই উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক নইম ইমতিয়াজ নেয়ামূল।
০৮. সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা কতটি?
উত্তরঃ ১১৪টি।
০৯. বাংলাদেশের বনবাদারে বর্তমানে মোট কত প্রজাতির অর্কিড পাওয়া যায়?
উত্তরঃ ১৮৮ প্রজাতির।

আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী পররাষ্ট্রনীতি মোকাবেলা করার জন্য কৌশলগত জোটের নাম কী?
উত্তরঃ কোয়াড।
## সদস্য দেশ - অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র।
## উদ্যোক্তা দেশ - জাপান (২০১৬ সাল)।
০২. দক্ষিণ আমেরিকার কোন দেশে সম্প্রতি আবারও সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে?
উত্তরঃ চিলি।
## গত বছরের অক্টোবরে শুরু হওয়া বিক্ষোভের বর্ষপূর্তিতে আবারও শুরু হলো এই বিক্ষোভ।
০৩. ভারত মহাসাগরে ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক মহড়ার নাম কী?
উত্তরঃ মালাবার নেভেল ওয়্যার গেম।
## আগামী সামরিক এই মহড়ায় অস্ট্রেলিয়াও যোগ দিবে।
০৪. ‘Enforcement Directorate (ED)’ কোন দেশের আইন প্রয়োগকারী সংস্থা?
উত্তরঃ ভারত।
০৫. আফাগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে কবে ‘দোহা চুক্তি’ স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২০.
## সম্প্রতি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্র ‘দোহা চুক্তি’ ভেঙ্গেছে বলে অভিযোগ করেছে তালেবান।
০৬. বিশ্বের মোট জনসংখ্যার কত ভাগ ভারতে বাস করে?
উত্তরঃ ৬ ভাগের ১ ভাগ।
০৭. মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে সম্প্রতি কোন দুই দেশ আইসিজে তে আবেদন করতে যাচ্ছে?
উত্তরঃ কানাডা ও নেদারল্যান্ডস।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১. সম্প্রতি কে করোনাভাইরাসের স্পাইক প্রোটিনকে অকার্যকর করে দিতে একটি অণু তৈরি করেছে?
উত্তরঃ আনিকা চেবরোলু, ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকান।
## অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই কিশোরী সম্প্রতি স্পাইক প্রোটিনকে অকার্যকর করে দেওয়া অণু আবিষ্কার করে ‘থ্রিএম ইয়াং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ পুরস্কার - ২০২০’ জিতেছেন।
০২. উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
উত্তরঃ সেলুলোজ।

খেলাধুলা
০১. চ্যাম্পিয়ন্স লিগ ২০২০-২১ মৌসুমের গ্রুপ পর্বের খেলা কবে শুরু হয়?
উত্তরঃ ২০ অক্টোবর, ২০২০.
সেরা_উক্তি
“যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না।”
- স্টিভ ম্যারাবোলি (বিজ্ঞানী ও মোটিভেটর)।

সংগৃহীত:-