Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3850
১.বাংলা গদ্যের জনক কে?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
২.’আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: আনন্দমঠ’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচিত একটি উপন্যাস।
৩.’বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
-অগ্নিবীণা
ব্যাখ্যা: ‘বিদ্রোহী’ কবিতা কাজী নজরুল ইসলামের রচিত একটি বিখ্যাত কবিতা।
৪.তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
-জসীমউদ্দীন
ব্যাখ্যা: পল্লি কবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলায় তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।
৬.আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
-নীতিকাব্য
৭.মাইকেল মধূসুদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য?
-পত্রকাব্য
ব্যাখ্যা: মাইকেল মধূসুদন দত্তের বীরাঙ্গনা কাব্য ১৮৬২ সালে প্রকাশিত হয়। এটি একটি পত্রকাব্য।
৮.’উজবুক’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
-তুর্কি
ব্যাখ্যা: ’উজবুক’ শব্দটি তুর্কি ভাষা হতে বাংলা ভাষায় এসেছে।
৯.সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
-অব্যয়ীভাব
ব্যাখ্যা: ‘আনত’ এর ব্যাসবাক্য -ঈষৎ নত। এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
১০.অশোক সৈয়দ কার ছদ্মনাম?
-আব্দুল মান্নান সৈয়দ
১১.সন্ধি সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
-নিপাতনে সিদ্ধ
১২.অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
-নীর
ব্যাখ্যা: অদিতি শব্দের অর্থ পৃথিবী।
১৩.’পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি?
-কবীন্দ্র পরমেশ্বর
১৪.বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি?
-রাজিয়া খান
১৫.নিচের কোন বানানটি শুদ্ধ?
-নিশীথিনী
ব্যাখ্যা: ণিশীথিনী শব্দের অর্থ রাত।
১৬.’শিখন্ডী শব্দের অর্থ কী?
-ময়ূর
ব্যাখ্যা: ময়ূর এর সমার্থক শব্দ শিখন্ডী।
১৭.সাহিত্যে অলঙ্কার প্রধাণত কত প্রকার?
-২
ব্যাখ্যা: সাহিত্যে অলঙ্কার প্রধাণত ২প্রকার। যথা: শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।
১৮.অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি?
-১৯৯৯
ব্যাখ্যা: অধ্যাপক আহমদ শরীফ ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি পরলোকগমন করেন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1154 Views
    by sajib
    0 Replies 
    797 Views
    by kajol
    0 Replies 
    331 Views
    by tasnima
    0 Replies 
    454 Views
    by mousumi
    0 Replies 
    284 Views
    by raihan

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]

    জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলা[…]