Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#3835
১.কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?
-ঘনত্ব কম
২.কোন ধাতু দিয়ে তার বানানো সহজতর?
-তামা
৩.সবচেয়ে হালকা ধাতু ---
-লিথিয়াম
৪.কোনটি সবচেয়ে ভারী ধাতু?
-পারদ
৫.সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
-প্লাটিনাম
৬.সবচেয়ে বেশি শক্ত ধাতু কোনটি?
-হীরক
৭.কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
-অ্যান্টিমণি
৮.কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
-পারদ
৯.কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি?
-পারদ
১০.সর্বাপেক্ষা ভারী তরল কোনটি?
-পারদ
১১.থার্মোমিটার পারদ ব্যবহার হয় তার কারণ –
-অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়
১২.কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়?
-পটাসিয়াম
১৩.কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
-দস্তা
১৪.বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
-টাংস্টেন ধাতু দিয়ে
১৫.প্রথম মানুষ কোন ধাতুর ব্যবহার শেখে?
-তামা
১৬.গ্যালভানাইজিং হলো লোহার ওপর –
-দস্তার প্রলেপ
১৭.লোহার গ্যালভানাইজিং বলতে বোঝায় –
-লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার ওপর জিংকের প্রলেপ দেয়া
১৮.গ্যালভানাইজিং এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু?
-জিংক
১৯.ইলেক্ট্রোপ্লেটিং কাকে বলে?
-তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়া
২০.কোন ধাতুকে পোড়ালে উজ্জল হলুদ বর্নের শিখা উৎপন্ন করে?
-সোডিয়াম
২১.ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
-সেলিনিয়াম
২২.লেড এর অপর নাম কি?
-সীসা
২৩.জিঙ্কের অপর নাম কি?
-দস্তা
২৪.কপারের অপর নাম কি?
-তামা
২৫.পারদের অপর নাম কি?
-মারকারী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    622 Views
    by bdchakriDesk
    0 Replies 
    967 Views
    by bdchakriDesk
    0 Replies 
    318 Views
    by rafique
    0 Replies 
    324 Views
    by raihan
    0 Replies 
    1009 Views
    by masum

    ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি মোতাবেক শ[…]

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীত[…]

    সরকারি বিধি অনুযায়ী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান […]

    জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এবং সর্বশেষ পরিম[…]