Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3809
১. সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান -- দুধে।
২. রক্তশূন্যতা দেখা দেয় -- আয়রনের অভাবে।
৩. দুধের রং সাদা হয় -- প্রোটিনের জন্য।
৪. ভিটামিন সি এর রাসায়নিক নাম -- অ্যাসকরবিক এসিড।
৫. প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় -- অ্যামাইনো এসিড।
৬. কচুশাকে বেশি থাকে -- লৌহ।
৭. সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত -- ৪:১:১।
৮. সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে -- খনিজ পদার্থ ও ভিটামিন।
৯. সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায় -- ডাবে।
১০. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে -- ভিটামিন সি এর অভাবে।
১১. পিঁপড়ারা কখনই ঘুমায় না।
১২. হাতি একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারে না।
১৩. চকোলেট একটি কুকুরকে মেরে ফেলতে পারে। চকোলেটে থাকা থ্রিওব্রোমিন উপাদান যা কুকুরের হার্ট এবং নার্ভ সিস্টেমের উপর বিরূপ প্রভাব ফেলে।
১৪. মানুষের হাতের নখ পায়ের নখের চেয়ে ৪ গুণ দ্রুত বাড়ে।
১৫. তরমুজের ভেতরের ৯২ শতাংশ পানি সেটির আদি উৎসস্থল কিনা আফ্রিকার কালাহারি মরুভূমি।
১৬. ডলফিন একই সঙ্গে ঘুমাতে ও সাঁতার কাটতে পারে।
১৭. ক্যাঙ্গারু পেছনের দিকে হাঁটতে পারে না।
১৮.অক্টোপাসের হার্ট তিনটি।
১৯.২৪ ঘণ্টায় বাঁশ তিন ফিট পর্যন্ত বাড়তে পারে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    159 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    123 Views
    by rafique
    0 Replies 
    124 Views
    by raihan
    0 Replies 
    578 Views
    by masum

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]