Page 1 of 1

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Posted: Sat Oct 17, 2020 4:14 pm
by raju
১. ২০২০ সালে ‘বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (জিএইচআই)’ ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান– ৭৫তম।
২. ২০২০ সালে ‘বিশ্ব ক্ষুধা সূচকে’ সবচেয়ে ভালো অবস্থানে আছে– ইউরোপের দেশ 'বেলারুশ'।
৩. ২০২০ সালে ‘বিশ্ব ক্ষুধা সূচকে’ সবচেয়ে খারাপ/ সবশেষ অবস্থানে আছে– আফ্রিকার দেশ 'চাদ'।
৪. ২০২০ সালে 'বিশ্ব ক্ষুধার সূচকে' দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে– 'শ্রীলংকা' ও সবচেয়ে পিছিয়ে আছে– 'আফগানিস্তান'।
৫. ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে– ৮৮, ৮৬, ৮৮ ও ৯০ নাম্বারে।
৬. ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউটের ১৬ অক্টোবর প্রকাশিত ২০২০ সালের ‘বিশ্ব ক্ষুধা সূচকে’ এসব তথ্য উঠে এসেছে।
৭. দখলমুক্ত করে মাদাগিজ শহরের নতুন কি নাম দিল আজারবাইজান?
উঃ সুগোভুশান গ্রাম
৮.'International Food Policy Research Institute'র তথ্য মতে, ‘বিশ্বে ১০৭টি দেশের মধ্যে 'Global Hunger Index (GHI)'কে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৭৫তম
৯.International Food Policy Research Institute'র তথ্য মতে, বিশ্বে ১০৭টি দেশের মধ্যে 'Global Hunger Index (GHI)'কে দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানে কোন দেশ?
উঃ শ্রীলঙ্কা ; ৬৪ তম
১০.International Food Policy Research Institute'র তথ্য মতে, ‘বিশ্বে ১০৭ টি দেশের মধ্যে 'Global Hunger Index (GHI)’কে শীর্ষ অবস্থানে কোন দেশ?
উঃবেলারুশ
১১.International Food Policy Research Institute'র তথ্য মতে, ‘বিশ্বে ১০৭ টি দেশের মধ্যে 'Global Hunger Index (GHI)'কে সর্বনিন্ম অবস্থানে কোন দেশ?
উঃ চাদ
১২.কাশ্মীরের মর্যাদা ফেরাতে সম্প্রতি গঠিত সর্বদলীয় জোটের নাম কি?
উঃ পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন
১৩.কোন দেশের ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে ব্যবহৃত ১০ লাখ টনের বেশি পানি সাগরে ফেলে দেয়া হবে?
উঃ জাপান ; ২০২২ সালের শুরুর দিকে এসব পানি ফেলে দেয়া হবে।
১৪.তিব্বতবিষয়ক কোন দেশ কাকে বিশেষ দূত নিয়োগ দেওয়াতে, চীন কড়া প্রতিবাদ করেছে?
উঃ যুক্তরাষ্ট্র ; মানবাধিকার কর্মকর্তা রবার্ট ডেস্ট্রোক
১৫. সম্প্রতি কততম রোম চলচ্চিত্র উৎসব পালিত হচ্ছে?
উঃ ১৫ তম ; ইতালি
১৬.'প্রোসেসো' কোন দেশভিত্তিক অনুসন্ধানী গুরুত্বপূর্ণ সাময়িকী?
উঃ মেক্সিকো
১৭.কোন দেশের সাবেক প্রতিরক্ষামন্ত্রী সালভাদর সিইনফিউগোসকে মাদকপাচারের জন্য যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে?
উঃ মেক্সিকো