Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3782
১৯৪৮ সালে জাতিসংঘ ফিলিস্তিনে UNTSO নামে প্রথমবারের মতো মিশন পরিচালনার মধ্য দিয়ে তাদের শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে। জাতিসংঘ এ পর্যন্ত ৭১টি শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছেন। ১৯৮৮ সালে ইরাক-ইরান শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর ১৫ সদস্য জাতিসংঘের পতাকাতলে একতাবদ্ধ হন। বাংলাদেশ নৌবাহিনী এবং বিমানবাহিনী শান্তি মিশনে যোগ দেয় ১৯৯৩ সালে। বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সালে জাতিসংঘ পরিবারের সদস্য হয় নামিবিয়া মিশনের মাধ্যমে । এ পর্যন্ত বিশ্বের ৪০টি দেশে ৫৪টি মিশনে ১,৫৬,৪০৯ জন বাংলাদেশি সদস্য প্রতিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। বর্তমানে সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন ইথিওপিয়া থেকে । দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে রুয়ান্ডা । সবচেয়ে বেশি পুলিশ সদস্য নিয়োজিত হয়েছেন সেনেগাল থেকে । দ্বিতীয় অবস্থানে রয়েছে রুয়ান্ডা এবং এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। ইতোমধ্যে ১৪৩৫ বাংলাদেশী নারী শান্তিরক্ষা সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মোট ১৫৭ নারী শান্তিরক্ষা কার্যক্রমে কর্মরত আছেন।
বাংলাদেশ পুলিশের পাঁচজন নারী সদস্য ২০০ সালে পূর্বতিমূর মিশনে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশের যাত্রা শুরু হয়। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশী নারী পুলিশ কর্মকর্তা হলেন ডিআইজি মিলি বিশ্বাস। জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণকারী প্রথম নারী বৈমানিক হলেন ফ্লাইট লেফট্যানেন্ট নাইমা হক ও তামান্না ই লুৎফি । শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এ পর্যন্ত ১৪২ বাংলাদেশী বীর সন্তান তাদের জীবন উৎসর্গ করেছেন। জাতিসংঘের সর্বশেষ শুরু হওয়া মিশনের নাম MISCA. এ পর্যন্ত জাতিসংঘ শান্তি মিশনে সবচেয়ে বেশি সদস্য এবং সবচেয়ে বেশি নারী পুলিশ সদস্য প্রেরণ করেছে বাংলাদেশ।
জাতিসংঘের প্রথম শান্তি মিশনের নাম UNTSO এবং সর্বশেষ মিশন হচ্ছে MISCA.
জাতিসংঘে বাংলাদেশের চাদার হার ০.০১ শতাংশ।
বাংলাদেশ আমিরা হক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন।
জাতিসংঘ ২০১৬ সালকে আন্তর্জাতিক উটবর্ষ এবং আন্তর্জাতিক ডালবর্ষ হিসেবে ঘোষণা করেছে।
২০১৭ সালকে ’উন্নয়ন টেকসই পর্যটক’ আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করেছে।
২০১৯ সালকে আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে।

জাতিসংঘ ও এর সংস্থা কর্তৃক শান্তিতে নোবেল পুরস্কার লাভ
সংস্থা – সাল
UNHCR – ১৯৫৪, ১৯৮১
UNICEF – ১৯৬৫
ILO – ১৯৬৯
UNO – ২০০১
UN PEACE KEEPING FORCE – ১৯৮৮
LAEA – ২০০৫
IPCC – ২০০৭

    ধর্মপুর এডুকেশনাল এস্টেট (প্রভাতী-দিবা ও কারিগরি শ[…]

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মো[…]

    বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও […]

    শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয় (EIIN: 106575), গ্রাম[…]